West Bardhaman News- যৌনকর্মীকে বেধড়ক লাঠিপেটা করে পুলিশ কর্মী, ভাইরাল সেই ভিডিও

Last Updated:

দুর্গাপুরের কাদারোড নিষিদ্ধ পল্লীতে এক যৌনকর্মীকে বেধড়ক লাঠিপেটা করেছে ওয়ারিয়া ফাঁড়ির এক পুলিশকর্মী

+
News

News 18 লোকাল

#পশ্চিম বর্ধমান- যৌনকর্মীকে বেধড়ক লাঠিপেটা করছে এক পুলিশকর্মী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হয়েছে। দুর্গাপুরের কাদারোড নিষিদ্ধ পল্লীতে এক যৌনকর্মীকে বেধড়ক লাঠিপেটা করেছে ওয়ারিয়া ফাঁড়ির এক পুলিশকর্মী। এই ঘটনায় ইতিমধ্যে মহকুমা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবি জানানো হয়েছে।
অভিযোগ উঠেছে, একতরফাভাবে একজন যৌনকর্মীকে লাঠিপেটা করেছে ওই পুলিশ কর্মী। আহত যৌনকর্মী এই মুহূর্তে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন। তার অভিযোগ, ওই পুলিশকর্মী পুরো ঘটনা না জেনে তাকে মারধর করেছে। তার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নিষিদ্ধ পল্লীর কর্মী। এই ঘটনায় ব্যাপক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তির দাবি জানাচ্ছেন অনেকেই।জানা গিয়েছে,  এক যৌন কর্মীকে মারধরের পাশাপাশি তার ছেলেকেও বেধড়ক মারধর করা হয়। এমন কি তাদের ছাড়াতে গেলে ওই যৌনকর্মীর মেয়েকেও মারধর করা হয়। আহত অবস্থায় ওই যৌন কর্মীকে বিধাননগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনা লিখে ইমেল মারফত দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবি তোলা হয়েছে।প্রত্যক্ষদর্শী এক যৌন কর্মী জানিয়েছেন, যৌন পল্লীতে দুই যৌনকর্মীর মধ্যে বচসা চলছিল। সেই সময় পুলিশকে ডাকা হলে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে একতরফা বিচার করে। পাশপাশি এক যৌন কর্মীকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীর শাস্তির দাবি জানিয়েছেন যৌন কর্মীরা।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- যৌনকর্মীকে বেধড়ক লাঠিপেটা করে পুলিশ কর্মী, ভাইরাল সেই ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement