West Burdwan News : নাকা চেকিংয়ের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কা, মৃত্যু কর্তব্যরত কনস্টেবলের
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এলাকায় কোকওভেন থানার পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় একটি চারচাকা গাড়ি ওই কর্মীকে পিষে দিয়ে চলে যায় বলে খবর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়
#দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: নাকা চেকিংয়ের সময় প্রাণ হারালেন এক পুলিশকর্মী। দুর্ঘটনায় মৃত্যু হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোকওভেন থানার এক কনস্টেবলের। আহত আরও ২।
জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এলাকায় মধ্যরাতে কোকওভেন থানার পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রিবাহী গাড়ি ওই কনস্টেবলকে পিষে দিয়ে চলে যায় বলে অভিযোগ। যদিও প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই কনস্টেবলকে। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়াও, এই দুর্ঘটনায় দুর্গাপুর কোকওভেন থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারও গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর।
advertisement
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীর মৃত্যুতে শোকাহত কোকওভেন থানায় কর্মরত অন্য পুলিশকর্মীরা। মৃত কনস্টেবলের নাম রাজীব বড়ু(৩৮)। তিনি বাঁকুড়ার হরিরামপুরের বাসিন্দা। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
জানা গিয়েছে, রাতে কোকওভেন থানার পচা ক্যানেল সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল। তখন কর্তব্যরত অবস্থায় ছিলেন রাজীব বড়ু নামের ওই পুলিশ কর্মী এবং দুই সিভিক কর্মী। তখনই প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশকর্মী এবং দুই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল রাজীব বড়ুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, সিভিক ভলান্টিয়ার সোমনাথ থান্ডারকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কনস্টেবল রাজীব বড়ুকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
অন্যদিকে, অপর এক সিভিক ভলান্টিয়ারকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। অল্পবিস্তর আহত হওয়ায়, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
view commentsLocation :
First Published :
November 28, 2022 8:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : নাকা চেকিংয়ের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কা, মৃত্যু কর্তব্যরত কনস্টেবলের