West Bardhaman News: অবিশ্বাস্য! আবারও রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেল কারখানা, এমনটা আগে কখনও হয়নি
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
West Burdwan News: ২০২০-২১ সালে যেখানে ১০০ ইঞ্জিন তৈরি করতে ১০২ দিন সময় লেগেছিল, সেখানে চলতি অর্ধবর্ষে মাত্র ৭০ দিনে ১০০ টি ইঞ্জিন তৈরি করল।
আসানসোল: আবারও নিজেদের রেকর্ড নিজেই ভাঙল চিত্তরঞ্জন রেল কারখানা। গত ২৬ জুন ১০০ টি লোকো তৈরি করে ফেলেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। মাত্র ৭০ দিনে ১০০ টি রেল ইঞ্জিন তৈরির রেকর্ড গড়ল তারা। গত অর্থ বর্ষের তুলনায় যা তিন দিন কম। আবার বিগত তিনটি অর্থ বর্ষের হিসাব দেখলে প্রায় সময় কমেছে ৩২ দিন। অর্থাৎ ২০২০-২১ সালে যেখানে ১০০ ইঞ্জিন তৈরি করতে ১০২ দিন সময় লেগেছিল, সেখানে চলতি অর্ধ বর্ষের মাত্র ৭০ দিনে ১০০ টি ইঞ্জিন তৈরি করে রেকর্ড করল চিত্তরঞ্জন।
উল্লেখ্য, ইঞ্জিন তৈরির ক্ষেত্রে নজির গড়ে ইতিমধ্যেই দু’বার লিমকা বুক অব রেকর্ডসে নাম তুলেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। একটি অর্থবর্ষে ৪৩১ টি ইঞ্জিন নির্মাণের কৃতিত্ব রয়েছে এই রেল কারখানার মুকুটে। যদিও গত অর্থবর্ষে উৎপাদন খানিকটা কমেছিল। তবে বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এবার ময়দানে নেমেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। তারই ফল হিসেবে মাত্র ৭০ দিনে ১০০ টি ইঞ্জিন তৈরি করতে পেরেছে তারা।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত প্রচারের সঙ্গে আরও বড় ‘কিছুর’ প্রস্তুতি তৃণমূলে! ‘মস্তিষ্ক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের
advertisement
কারখানার এই সাফল্যের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির হয়েছিলেন কারখানার বর্তমান জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাস। পাশাপাশি কারখানার প্রাক্তন কর্মীরা হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। এমনটাই জানা গিয়েছে কারখানার জনসংযোগ বিভাগ সূত্রে। এত কম সময়ের মধ্যে ১০০ টি ইঞ্জিন তৈরি করার কৃতিত্বের জন্য, কারখানার ইঞ্জিনিয়ার, শ্রমিক, কারিগরদের শুভেচ্ছা জানিয়েছেন জেনারেল ম্যানেজার। কারখানা সূত্রে খবর, এই প্রথম এত কম সময়ে এতগুলি ইঞ্জিন তৈরি করতে পারল চিত্তরঞ্জন।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 4:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: অবিশ্বাস্য! আবারও রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেল কারখানা, এমনটা আগে কখনও হয়নি