#পশ্চিম বর্ধমান- আগামী ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন করবে ভারতীয় সেনা। তার আবহে যুদ্ধের স্মৃতি, বীরত্বগাথা মনে করিয়ে দিচ্ছে বলিউডের একটি সিনেমার শুটিং। হিন্দি ছায়াছবির শুটিং হচ্ছে কাঁকসার জঙ্গলে। মুক্তিযুদ্ধের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছায়াছবিটি। দিন কয়েক আগেই দুর্গাপুরে এফসিআই ময়দানে এই ছায়াছবির শুটিং হয়েছে। এছাড়া ছবির শুটিং হয়েছে বীরভূমের বিভিন্ন জায়গায়। তারপর ফের কাঁকসার জঙ্গলে শুরু হয়েছে পিপপা ছবির শুটিং।কাঁকসা সংলগ্ন আদুরিয়া গ্রামের কাছে জঙ্গলে চলছে হিন্দি এই ছায়াছবির শুটিং। জঙ্গলের মাঝে ট্যাংক এবং সেনাবাহিনীর পোশাক পরা অভিনেতারা মুক্তিযুদ্ধের স্মৃতিকে জাগিয়ে তুলছেন। হিন্দি এই ছায়া ছবির শুটিং দেখতে ভিড় করছেন বহু মানুষ।মূলত ১৯৭১ সালে ভারত-পাকিস্তান মুক্তিযুদ্ধের ব্যবহৃত একটি যুদ্ধ ট্যাঙ্ককে কেন্দ্র করে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। যেখানে উঠে এসেছে ভারতীয় এক সেনা কর্তার বীরত্বের কাহিনী। ট্যাংকটির নামানুসারে এই ছায়াছবির নাম দেওয়া হয়েছে পিপ্পা। ছায়াছবি নির্মাণের জন্য পানাগড় সেনাছাউনি থেকে একটি ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে। ট্যাঙ্কটি কেন্দ্র করেই মানুষের উৎসাহ তুঙ্গে। পাশাপাশি বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে চিত্র নির্মাণের জন্য।কাঁকসা সংলগ্ন আদুরিয়ার জঙ্গলের ক্যানেল পাড়ে, বলিউডের নতুন ছবি ‘পিপ্পা’র শুটিং চলছে পুরোদমে। নিম্নচাপের ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়েই এই শুটিং হয়েছে। ট্যাঙ্ক-কামান নিয়ে যুদ্ধের শুটিং। বেস ক্যাম্প হয়েছে কালিকাপুর মাঠে। এই কালিকাপুর বাংলা ছায়াছবি এবং ধারাবাহিক নির্মাণের জন্য ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। চিত্র নির্মাতাদের কাছে একসময় বিগ বি আমিতাভ বচ্চন এখানে এসে একটি ছায়া ছবির শুটিং সেরেছেন। এরপর ফের নতুন একটি ছায়া ছবির শুটিং চলছে এখানে। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে শুটিং দেখতে হাজির সকলেই। তারা অপেক্ষা করছেন শুভ ছবির মুক্তির জন্য।পরিচালক রাজাকৃষ্ণ মেননের এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন ঈশান খট্টর। সঙ্গে রয়েছেন ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পেইনিউলি এবং সোনি রাজদান প্রমুখ। কিন্তু এই ছবির নাম পিপ্পা কেন? কেউ সে ভাবে তেমন কিছু বলতে না চাইলেও, মনে করা হচ্ছে যুদ্ধে ব্যবহৃত পিটি-৭৬ অ্যাম্ফিবিয়াস রাশিয়ান ট্যাঙ্ক পিপের মত জলে ভাসতে পারত। সেই ট্যাঙ্কগুলিকেই রেজিমেন্টের সৈন্যরা পিপ্পা বলে ডাকত। সেটি কেন্দ্র করে এই ছবির নাম রাখা হয়েছে টিপ্পা এবং তার অনুকরণে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।
পরিচালক রাজাকৃষ্ণ মেনন বলেন, ৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কাহিনী নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। অভিনেতা ঈশান খট্টর বলেন, এমন জঙ্গলে অভিনয় করার অভিজ্ঞাতাই আলাদা।