Bengal Panchayat Election 2023: গলায় আদা-লঙ্কা ঝুলিয়ে শেষ বেলার প্রচার বিজেপির! সবজির দাম নিয়ে কথার লড়াই

Last Updated:

West Bengal Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের শেষ দিনের প্রচারে প্রধান ইস্যু হয়ে উঠল দ্রব্যমূল্য বৃদ্ধি। গলায় কাঁচা লঙ্কা-আদা'র মালা ঝুলিয়ে প্রচার করলেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা

+
title=

পশ্চিম বর্ধমান: পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার। ফলে শেষ দিনের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। আর সেই শেষ পর্বের প্রচারে দেখা গেল অভিনব দৃশ্য। গলায় লঙ্কা, আদা সহ বিভিন্ন সবজি ঝুলিয়ে প্রচার করলেন বিজেপি নেতাকর্মীরা। পঞ্চায়েতের শেষ বেলার প্রচারে পশ্চিম বর্ধমানের উখড়া বাজার এলাকায় গ্রামের উন্নয়ন ছাপিয়ে উঠে এল রাজ্যের সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যু। বিশেষ করে কাঁচা আনাজের দাম যে ভয়াবহভাবে বেড়ে গিয়েছে সেটাকে হাতিয়ার করল প্রধান বিরোধী দল।
advertisement
পশ্চিম বর্ধমানে পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ লগ্নে বিজেপি সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ যেভাবে করেছে তা নজর কেড়েছে অনেকের। এই অভিনব প্রচারে অংশ নেওয়া ঘেরুয়া শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। অথচ রাজ্যের বিভিন্ন সীমানার বাইরে সবজি ভর্তি ভিন রাজ্যের ট্রাক দাঁড়িয়ে আছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে অজুহাত করে কোন‌ও ট্রাক বাংলায় ঢুকতে দিচ্ছে না প্রশাসন। এরফলে বাজারে কাঁচা আনাজের যোগান কমে গিয়ে আরও দাম বাড়ছে।
advertisement
যদিও শেষ বেলার প্রচারে বিজেপির এই অভিনব কৌশলকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। উল্টে শাসকদল দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রের দিকে আঙুল তুলেছে। তৃণমূলের বক্তব্য, কেন্দ্র লাগাতার জ্বালানির দাম বাড়ানোর কারণেই সমস্ত জিনিসের দাম বাড়ছে। জ্বালানির দাম বাড়ায় পরিবহণ খরচ বেড়েছে। তাই ব্যবসায়ীরা অন্যান্য দ্রব্যের দাম বাড়িয়ে সেই খরচ তোলার চেষ্টা করছেন। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের শেষ বেলার প্রচারে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে গিয়ে দাঁড়াল সেই চিরাচরিত দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যু।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bengal Panchayat Election 2023: গলায় আদা-লঙ্কা ঝুলিয়ে শেষ বেলার প্রচার বিজেপির! সবজির দাম নিয়ে কথার লড়াই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement