Bardhaman News | West Bengal Lottery Result 2022: সংসারে অভাব! মেয়ের বিয়ের টাকা নেই! হঠাৎ ৩০০ টাকায় ভাগ্যবদল! মিলল ১ কোটি!

Last Updated:

West Bengal Lottery Result 2022: রাতারাতি বদলে গেল ভাগ্য! ভাবতেও পারেননি এভাবে কোটি টাকা পাবেন! জানলে অবাক হবেন

+
কোটি

কোটি টাকার লটারি জয়ী মিলন দাস।

#পশ্চিম বর্ধমান : প্রায় প্রতিদিনই কাটতেন লটারি। তবে ভাগ্যদেবী সহায় হননি। তবে জীবনে যে বড় চমক অপেক্ষা করছিল, তা বুঝতে পারেননি খুচরো লটারি বিক্রেতা মিলন দাস। করতে হবে বাড়ি, দিতে হবে মেয়ের বিয়ে - এইসব চিন্তায় যখন মগ্ন ছিলেন কর্মহীন ব্যক্তি মিলন দাস, তখনই জীবনে ঘটল বড় চমক। ৩০০ টাকার টিকিটে ভাগ্য বদল হল মিলন বাবুর। ভাগ্য দেবীর কৃপায় রাতারাতি কোটিপতি হলেন তিনি। এক চিলতে ঘরের বাসিন্দা মিলন দাস, আপাতত এক কোটি টাকার মালিক। লটারি জয়ের কোটি টাকা দিয়ে এবার স্বপ্ন পূরণের স্বপ্ন দেখছেন মিলন বাবু। চাইছেন লটারিতে যে টাকা জিতেছেন, তা দিয়ে একটা ভাল বাড়ি তৈরি করতে। চাইছেন জাঁকজমক সহকারে মেয়ের বিয়ে দিতে।
আসানসোলের পাঁচগেছিয়া মোড় এলাকার বাসিন্দা মিলন দাস। মা রেলে চাকরি করতেন। অবসরের পর সেই টাকা দিয়ে কোনওরকমে চলছিল সংসার। ভাগ্য পরীক্ষার জন্য প্রায় দিনই তিনি কাটতেন লটারি। তবে ভাগ্যে জুটে ছিল ছোটখাটো পুরস্কার। কিন্তু জানতেন না এই লটারি তাকে একদিন কোটিপতি বানিয়ে দিতে পারে।
রাজ্য সরকার অনুমোদিত একটি লটারির ৫০ সেমের একটি টিকিট কাটেন তিনি। রাতের খেলা হওয়ার পর জানতে পারেন, তিনি অর্জন করেছেন লটারির প্রথম পুরস্কার অর্থাৎ এক কোটি টাকা। তারপরেই খুশিতে মাতোয়ারা হয়ে ওঠেন মিলন বাবু এবং তার পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় থানাতেও। জানা গিয়েছে স্থানীয় এক লটারি বিক্রেতা উত্তম বাউরির কাছে ৩০০ টাকা দিয়ে লটারি টিকিট কেটেছিলেন মিলন বাবু। সেই টিকিট হয়েছে ভাগ্য বদল। এবার স্বপ্নপূরণের লক্ষ্য নিয়েছেন লটারিতে কোটি টাকা জয় করা মিলন দাস।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News | West Bengal Lottery Result 2022: সংসারে অভাব! মেয়ের বিয়ের টাকা নেই! হঠাৎ ৩০০ টাকায় ভাগ্যবদল! মিলল ১ কোটি!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement