Bangla News: 'ছাগল চুরি'তে অভিযুক্ত আত্মীয়! বিড়ম্বনায় পঞ্চায়েতে জেলা পরিষদে সদ্য জয়ী প্রার্থী
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল গাড়িটি। কিন্তু এলাকার জন পঞ্চাশেক ব্যক্তি মিলে একটি জায়গায় আটকে ফেলে গাড়িটিকে। ছাগল চুরির অভিযোগে চাঞ্চল্য জামুরিয়ায়।
জামুরিয়া: ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। উত্তেজনা জামুরিয়া কেন্দা এলাকায়। অভিযোগ, চার চাকা গাড়িতে বেশ কয়েকজন মিলে এলাকার একটি ছাগলকে চুরি করে নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পান। তারপরেই কিছুদূরে আটক করা হয় গাড়িটিকে। মারধর করা হয় গাড়ির চালককে। গাড়িতে থাকা সকলকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে পুলিশ। তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের জয়ী সদস্য।
কেন্দা এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার একটি মন্দিরে ছাগলটি চড়ছিল। সেই সময় চার চাকা গাড়িতে করে কয়েকজন এসে ছাগলটিকে গাড়িতে তুলে নেয়। বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় এক ব্যক্তি। তিনি ছাগল চুরি হয়ে যাওয়ার বিষয়টি চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে অনেকেই বাড়ির বেরিয়ে আসেন।
আরও পড়ুনঃ কিছু খেলেই অম্বল, গলা-বুক জ্বালার সমস্যা? এই কয়েকটি ঘরোয়া টোটকাতেই ম্যাজিকের মতো কাজ
এ দিকে, অবস্থা বেগতিক বুঝে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল গাড়িটি। কিন্তু এলাকার জনা পঞ্চাশেক ব্যক্তি মিলে একটি জায়গায় আটকে ফেলে গাড়িটিকে। গাড়ি থেকে নামিয়ে চালককে ব্যাপক মারধর করা হয়। সে সময় এলাকায় থাকা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এসে অভিযুক্তদের আটক করে নিয়ে যায়।
advertisement
advertisement
অভিযোগ, সদ্য পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলা পরিষদে জয়ী সদস্য পুতুল বন্দ্যোপাধ্যায়ের ভাইপো রয়েছেন অভিযুক্তদের তালিকায়। যদিও পুতুল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি মিথ্যা। বিরোধীরা ঘটনাটিকে রং চড়িয়ে বলছেন। ছোট একটা বিষয়কে বড় করে দেখানো হচ্ছে। তাই এ ক্ষেত্রে বিড়ম্বনার কোনও অবকাশ নেই।
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 13, 2023 7:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bangla News: 'ছাগল চুরি'তে অভিযুক্ত আত্মীয়! বিড়ম্বনায় পঞ্চায়েতে জেলা পরিষদে সদ্য জয়ী প্রার্থী









