West Bardhaman News: 'ছিদাম বহুরূপী'-দের আর হয়ত দেখা যাবে না

Last Updated:

একটা সময় বাড়ির দস্যি ছেলেদের বহুরূপী দেখিয়ে ভয় দেখানো হতো। এইভাবেই তাদের দুষ্টুমি কমিয়ে বশে আনা হত। বিভিন্ন গ্রামে গঞ্জের রাস্তায় রাস্তায় তখন ঘুরে বেড়াতেন বহুরূপীরা।

+
title=

পশ্চিম বর্ধমান: একটা সময় বাড়ির দস্যি ছেলেদের বহুরূপী দেখিয়ে ভয় দেখানো হতো। এইভাবেই তাদের দুষ্টুমি কমিয়ে বশে আনা হত। বিভিন্ন গ্রামে গঞ্জের রাস্তায় রাস্তায় তখন ঘুরে বেড়াতেন বহুরূপীরা। কখনও রাম-লক্ষণ সেজে, কখনও রাক্ষস-ভূত সেজে, কখনও আবার কালী-দুর্গা সাজত তারা। এমনকি ভাল্লুক, হনুমান‌এর রূপও ধারণ করত বহুরূপীরা। কিন্তু ছিদাম বহুরূপীদের সেই দিন গিয়েছে। আজ আর তাঁদের কদর করে না শিশুরা‌। ফলে বড়দের কাছেও কদর কমেছে। আর তাই হারিয়ে যেতে বসেছে এই বহু পুরনো পেশা। বাধ্য হয়ে অনেক বহুরূপী পেশা পরিবর্তন করেছেন। আবার অনেকেই নামমাত্র টিমটিম করে বাঁচিয়ে রেখেছেন এই পুরোনো পেশাকে।
বহুরূপী পেশার সঙ্গে যুক্ত শিল্পী সুনীল চৌধুরী জানিয়েছেন, এখন তাঁদের কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে লকডাউনের পর থেকে অবস্থা আরও সঙ্গীন হয়েছে। আগে সপ্তাহের সাত দিন বিভিন্ন গ্রামে যেতেন। কিন্তু এখন সপ্তাহে একদিন বা দু'দিনের বেশি তাদের বেরোনো হয় না। তা থেকে যেটুকু রোজকার হয়, তা দিয়ে বহুরূপী সাজের রং, পোশাক কেনার খরচটুকুও আজকাল ঠিক করে উঠছে না।
advertisement
advertisement
স্বাভাবিকভাবেই সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন বহুরূপীরা। যে কারণে বাধ্য হয়ে অন্য পেশার সঙ্গেও তাঁদের যুক্ত হতে হচ্ছে। তবে এখনও পর্যন্ত অনেকে ভালোবেসে এই পেশাকে কোনওমতে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু তাঁদের আশঙ্কা, বহুরূপী পরিবারগুলির আগামী প্রজন্ম আর সম্ভবত এই পেশায় আসবে না।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: 'ছিদাম বহুরূপী'-দের আর হয়ত দেখা যাবে না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement