West Bardhaman News: নতুন ভবন তৈরি হয়ে পড়ে আছে, পরিষেবা পাচ্ছেন না রোগীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
আসানসোল ইএসআই হাসপাতালের নতুন ভবন তৈরি হয়ে পড়ে আছে। সেখান থেকে চিকিৎসা পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ রোগীরা
পশ্চিম বর্ধমান: বেশি সংখ্যক রোগীকে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল কাজ। কয়েক বছর ধরে কাজ চলার পর আসানসোল ইএসআই হাসপাতালের সেই নতুন একটি ভবন তৈরি সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি হাসপাতালের নতুন ভবনটি। অথচ এই ভবনটি চালু হয়ে গেলে আরও বেশি সংখ্যক রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব হবে।
জানা গিয়েছে আসানসোল ইএসআই হাসপাতালের এই নতুন ভবন চালু হয়ে গেলে বেশি সংখ্যক রোগীকে পরিষেবা দেওয়ার পাশাপাশি আরও উন্নত মানের চিকিৎসা করা সম্ভব হবে। কিন্তু কাজ শেষের পরও এই নতুন ভবনটি চালু না হওয়ায় রোগীরা প্রশ্ন তুলেছেন।
advertisement
advertisement
যদিও এই বিষয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, আসানসোল ইএসআই হাসপাতালের নতুন যে ভবনটি তৈরি হয়েছে তা চালু করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে। এই বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি নিজে এই নতুন ভবনটি থেকে রোগীদের পরিষেবার দেওয়ার কাজ শুরু করার আবেদন জানান বলে জানিয়েছেন মন্ত্রী। একইসঙ্গে মলয় ঘটক বলেন, সংশ্লিষ্ট দফতর জানিয়েছে নবনির্মিত ভবনটি চালু করা নিয়ে ঠিকাদার সংস্থার সঙ্গে কিছু সমস্যা আছে। সেই সমস্যা মিটে গেলে তারপর ওই ভবনটি চালু করা যাবে। যদিও জেলা বিজেপির সভাপতি বাপ্পা চ্যাটার্জি বিষয়টি নিয়ে ঘুরিয়ে দোষ চাপিয়েছেন রাজ্যের মন্ত্রীর দিকেই। সব মিলিয়ে ইএসআই হাসপাতালের নতুন ভবন ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। এদিকে জেলার মানুষ চাইছে রাজনৈতিক তর্জা নয়, উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিক ইএসআই।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 8:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: নতুন ভবন তৈরি হয়ে পড়ে আছে, পরিষেবা পাচ্ছেন না রোগীরা