West Burdwan News : ভয়ে কেঁপে উঠছে মানুষ, এলাকা হয়ে উঠেছে অপরাধের আঁতুড়ঘর! প্রতিবাদ করলেই...

Last Updated:

এলাকা মিনি জামতাড়া গ্যাংয়ের আঁতুড়ঘর হয়ে উঠেছে। আর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে স্থানীয়দের, এমনটাই অভিযোগ উঠেছে নিয়ামতপুরের মুচিপাড়া এলাকায়।

+
ঘটনার

ঘটনার পরে জটলা স্থানীয়দের।

কুলটি, পশ্চিম বর্ধমান : মুখ বুজে সহ্য করতে হবে অত্যাচার। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি। যখন তখন নানা বিষয়ে দেখানো হচ্ছে মিথ্যা কেসে ভাসিয়ে দেওয়ার ভয়। অভিযোগ, সাইবার ক্রাইমের অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, এলাকাটি মিনি জামতাড়া গ্যাংয়ের আঁতুড়ঘর হয়ে উঠেছে। আর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে স্থানীয়দের। এমনটাই অভিযোগ উঠেছে নিয়ামতপুরের মুচিপাড়া এলাকায়।
অভিযোগ, সেখানে বসবাসকারী কয়েকজন জামতাড়া গ্যাংয়ের সদস্য। তারা একাধিক সাইবার ক্রাইমূলক অপরাধের সঙ্গে যুক্ত। কিন্তু প্রতিবাদ করার উপায় নেই এলাকার মানুষের। কারণ প্রতিবাদ করতে গেলেই দেওয়া হয় প্রাণনাশের হুমকি। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। ভাঙচুর মারধরের ভয় দেখানো হয় সবসময়। হুমকি দিয়ে এলাকার মানুষের কাছ থেকে মোটা টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ। আর এই সমস্ত ঘটনার প্রতিবাদ করতে গিয়েছিলেন এলাকার কয়েকজন। সমস্ত হুমকি উপেক্ষা করে তারা প্রতিবাদ করতে গিয়েছিলেন। কিন্তু যা ভয় ছিল, সেটাই হয়েছে। জামতাড়া গ্যাঙের সদস্যদের হাতে আক্রান্ত হতে হয়েছে এলাকার মানুষজনকে। ইট পাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়েছে ঘর বাড়ি। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ।
advertisement
স্থানীয়দের কয়েকজনের দাবি, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু ফলাফল হয়নি। প্রশাসনের কাছে আর্জি, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : ভয়ে কেঁপে উঠছে মানুষ, এলাকা হয়ে উঠেছে অপরাধের আঁতুড়ঘর! প্রতিবাদ করলেই...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement