Asansol News : সেই ব্রিটিশ আমলে শুরু! কড়া নিরাপত্তায় ঐতিহ্যের রাবণদহন হল কুলটিতে, দেখে নিন

Last Updated:

Asansol News : কুলটির ১৬ টি আখড়া মিলিয়ে এই রাবণ দহন অনুষ্ঠানের শুরু হয়েছিল। সেই সব কটি আখড়ার উদ্যোগে কুলটিতে এবারেও আয়োজিত হয়েছিল রাবণ দহন।

+
রাবণ

রাবণ দহন

পশ্চিম বর্ধমান : শুরু হয়েছিল সেই ব্রিটিশ আমলে। তারপর থেকে বজায় রয়েছে সেই ঐতিহ্যের ধারা। রামনবমীর পর প্রথম রবিবার কুলটিতে অনুষ্ঠিত হয় রাবণ দহন। এবারেও তার অন্যথা হল না। ধুমধামের সঙ্গে রাবণ দহন অনুষ্ঠিত হল কুলটিতে। কুলটির ১৬ টি আখড়া মিলিয়ে এই রাবণ দহন অনুষ্ঠানের শুরু হয়েছিল।
সেই সব কটি আখড়ার উদ্যোগে কুলটিতে এবারেও আয়োজিত হয়েছিল রাবণ দহন। যা দেখতে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার মানুষের ভিড় জমেছিল এলাকায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে যেমন সতর্ক ছিলেন উদ্যোক্তারা, তেমনভাবে সতর্ক ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল অনুষ্ঠান স্থলে, যে কোনও রকম অপপ্রতিকর ঘটনা এড়াতে।
advertisement
advertisement
অন্যদিকে রাবন দহন ছাড়াও বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছিল। রাবণ দহন উপলক্ষে রঙিন লাইটে সাজিয়ে তোলা হয়েছিল এলাকা। ছিল আতশবাজি প্রদর্শনীও।
advertisement
এ বিষয়ে কুলটির বিধায়ক জানিয়েছেন, ব্রিটিশ আমল থেকে রাবন দহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও সেই একই রকম নিয়ম মেনে রামনবমীর পর প্রথম রবিবার অর্থাৎ গত নয় এপ্রিল কুলটিতে রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তারা বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিলেন অনুষ্ঠানটিকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য। প্রচুর সংখ্যক স্বেচ্ছা সেবকরা ছিলেন।
advertisement
পাশাপাশি পুলিশ উদ্যোক্তাদের সঙ্গে সহযোগিতা করেছেন। সেজন্য পুলিশকে ধন্যবাদ দিয়েছেন বিধায়ক। অন্যদিকে, সবমিলিয়ে রাবণ দহন উপলক্ষে এলাকায় প্রচুর সংখ্যক উৎসুক মানুষের ভিড় জমেছিল বিশেষ করে বিগত কয়েক বছর মহামারীর জন্য এই অনুষ্ঠান সেইভাবে আয়োজন করা যায় নি। তবে এই বছর বিশেষ আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান উপলক্ষে।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News : সেই ব্রিটিশ আমলে শুরু! কড়া নিরাপত্তায় ঐতিহ্যের রাবণদহন হল কুলটিতে, দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement