Paschim Bardhaman: বিরল দৃশ্য! লোকাল টানছে কার্গো ইঞ্জিন

Last Updated:

বিরল দৃশ্যের সাক্ষী থাকল মানকর স্টেশন। একটি যাত্রীবাহী লোকাল ট্রেনকে টেনে নিয়ে গেল মালবাহী ট্রেনের ইঞ্জিন। যা দেখে অনেক যাত্রী রীতিমতো হতবাক হয়েছেন।

পশ্চিম বর্ধমান : বিরল দৃশ্যের সাক্ষী থাকল মানকর স্টেশন। একটি যাত্রীবাহী লোকাল ট্রেনকে টেনে নিয়ে গেল মালবাহী ট্রেনের ইঞ্জিন। যা দেখে অনেক যাত্রী রীতিমতো হতবাক হয়েছেন। ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট (ইএমইউ) অর্থাৎ লোকাল ট্রেনের কোচগুলিকে টেনে নিয়ে গিয়েছে ভারতীয় রেলের কার্গো ট্রেনের জন্য ব্যবহৃত একটি ইঞ্জিন। মানকর থেকে আসানসোল স্টেশন পর্যন্ত ট্রেনটিকে ওই ইঞ্জিনের সাহায্যে চালানো হয়েছে। যার জেরে রীতিমতো বিরল এই দৃশ্য ধরা পড়েছে। পাশাপাশি এই ঘটনার জন্য বেশ কিছুক্ষণ ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বহু দূরপাল্লার ট্রেন পাস করানো হয়েছে স্লো লাইন দিয়ে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? মূলত লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে এই বিড়ম্বনা। লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ফলে ব্যাপক হয়রানির স্বীকার হয়েছেন যাত্রীরা। বর্ধমান স্টেশন থেকে আসানসোলগামী একটি লোকাল ট্রেন এই বিড়ম্বনার শিকার হয়েছে। যার ফলে রীতিমতো ঝক্কি পোহাতে হয়েছে ওই ট্রেনের যাত্রীদের। যাত্রীদের বয়ানে জানা গিয়েছে, ট্রেনটি মানকর স্টেশনে ঢোকার পরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। তখন জানা যায় ওই লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। খবর যায় স্টেশন মাস্টারের কাছে।
ট্রেনটি হাওড়া দিল্লি মেন লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে দীর্ঘক্ষন। জানা গিয়েছে, দীর্ঘক্ষন ধরে লোকাল ট্রেনের ইঞ্জিন চালু না হওয়ায় স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। খবর দেওয়া হয় মানকর স্টেশনের স্টেশন ম্যানেজারকে। পরে ইঞ্জিন মেরামতের জন্য রেলের আধিকারিকরা হাজির হন। কিন্তু লোকাল ট্রেনের বিকল হয়ে যাওয়া ইঞ্জিনটিকে চালু করা সম্ভব হয়ে ওঠে নি। প্রায় দু'ঘন্টা ধরে মানকর স্টেশনে দাঁড়িয়ে থাকার পরে অন্য একটি ইঞ্জিন আনা হয় ওই ট্রেনটিকে চলানোর জন্য। কারণ লোকাল ট্রেনটি মেন লাইনের ওপর দাঁড়িয়ে থাকায় অন্যান্য ট্রেন চলাচলে সমস্যা হচ্ছিল। পাশাপাশি, ওই লোকাল ট্রেনে থাকা যাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই ওই লোকাল ট্রেনটিকে গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে আসা হয় ভারতীয় রেলের কার্গো বহনকারী ইঞ্জিন।
advertisement
advertisement
একদিকে যখন ওই লোকাল ট্রেনটিকে গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছিল, তখনই বর্ধমান থেকে আসানসোলগামী আরও একটি লোকাল ট্রেন হাজির হয়। সেই সময় বিকল হয়ে যাওয়া ট্রেনের যাত্রীরা, পরবর্তী ট্রেনে চেপে গন্তব্যের দিকে রওনা দেন। আর কার্গো ইঞ্জিনের সাহায্যে বিকল হয়ে যাওয়া লোকাল ট্রেনটিকে নিয়ে আসা হয় পানাগড় স্টেশন। সেখানেও বেশ কিছুক্ষণ ইঞ্জিন মেরামত করার চেষ্টা চালানো হয়। তবে সেখানেও আধিকারিকরা বিফল হলে, ওই কার্গো ইঞ্জিনের সাহায্যেই ট্রেনটিকে থেকে আসানসোল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, দিল্লিগামী মেন লাইনের ওপরে লোকাল ট্রেনটি দাঁড়িয়ে পড়ার ফলে বহু দিল্লিগামী ট্রেন, লোকাল ট্রেন স্লো লাইন দিয়েই পারাপার করানো হয়েছে।
advertisement
এই ঘটনা সম্পর্কে রেল সূত্রে জানা গিয়েছে, হটাৎ করেই স্টেশনে ঢোকার পরই লোকাল ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মেরামতের চেষ্টা করেও বিফল হন রেলের ইঞ্জিনিয়াররা। পরে অন্য একটি ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে পানাগড় স্টেশনে আনা হয়। সেখানেও বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর, অবশেষে লোকাল ট্রেনটিকে অন্য ইঞ্জিনের সাহায্যেই আসানসোল পাঠানো হয়।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: বিরল দৃশ্য! লোকাল টানছে কার্গো ইঞ্জিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement