Loksabha elections 2024: দীর্ঘদিনের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন! তবুও এই বিজেপি প্রার্থীর নিজস্ব কোনও বাড়ি নেই

Last Updated:

কিন্তু এই বিজেপি প্রার্থীর ব্যাংকে কত টাকা গচ্ছিত রয়েছে জানেন? তথ্য অনুযায়ী এস.এস আলুওয়ালিয়ার মোট ১১ টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।

বিজেপি প্রার্থী এস.এস আলুওয়ালিয়া।
বিজেপি প্রার্থী এস.এস আলুওয়ালিয়া।
আসানসোল: হাতেগোনা আর মাত্র কয়েকদিন সময়। তারপরে আসানসোলের মানুষ নিজেদের জনমত ইভিএম বন্দি করবেন। আসানসোলের নির্বাচনী লড়াই জমে উঠবে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস.এস আলুওয়ালিয়া। যিনি বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ। তাঁর রাজনৈতিক জীবন যেমন রঙিন, তেমন অভিজ্ঞতা সম্পন্ন। এস এস আলুওয়ালিয়ার রাজনৈতিক জীবন বেশ দীর্ঘ। তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের আগে তিনি ছিলেন দার্জিলিংয়ের সাংসদ৷ ছিলেন নরসিমা রাও মন্ত্রিসভার সদস্য। মোদি মন্ত্রিসভার সদস্য থেকেছেন তিনি। সেই এস এস আলুওয়ালিয়া আসলে কত সম্পত্তির মালিক? তাঁর শিক্ষাগত যোগ্যতা কতটা? তার বার্ষিক উপার্জন কত? দেখুন নির্বাচন কমিশনকে জমা দেওয়া হলফনামায় কী জানিয়েছেন বিজেপি প্রার্থী।
advertisement
নির্বাচনী হলফনামায় নিজের উপার্জন, সম্পত্তি, ঋণ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী। সেই হলফনামা অনুযায়ী এস এস আলুওয়ালিয়া ২০২২-২৩ থেকে ২০১৮-১৯ অর্থাৎ বিগত পাঁচটি আর্থিক বর্ষে উপার্জন করেছেন যথাক্রমে, ৩২ লক্ষ ৫৭ হাজার ২১০ টাকা, ২১ লক্ষ ৬৮ হাজার ৫৪০ টাকা, ১৭ লক্ষ ৯৩ হাজার ৫২০ টাকা, ১৯ লক্ষ ২৫ হাজার ৪৬০ টাকা এবং ১৪ লক্ষ ৩১ হাজার ৪৪১ টাকা। অন্যদিকে তার স্ত্রী মণিকা আলুওয়ালিয়া বিগত পাঁচটি অর্থ ঠিক বর্ষে সর্বমোট উপার্জন করেছেন ৪৬ লক্ষ ৯৭ হাজার ৮৭৪ টাকা।
advertisement
advertisement
নির্বাচনী হলফনামা অনুযায়ী বিজেপি প্রার্থীর নামে কোনও থানায় কোনও অভিযোগ নেই। তাঁর নামে নেই কোনও মামলা। কিন্তু এই বিজেপি প্রার্থীর ব্যাঙ্কে কত টাকা গচ্ছিত রয়েছে জানেন? তথ্য অনুযায়ী এস.এস আলুওয়ালিয়ার মোট ১১ টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যেখানে সব মিলিয়ে গচ্ছিত রয়েছে ২৭ লক্ষ ৮২ হাজার ৮৫৬ টাকা ৪৯ পয়সা। অন্যদিকে তার স্ত্রী রয়েছে মাত্র দুটি ব্যাংক অ্যাকাউন্ট। যেখানে গচ্ছিত রয়েছে ১০ লক্ষ ৬১ হাজার ৭২৪ টাকা। এছাড়াও পরিবারের কর্তা হিসেবে এস.এস আলুওয়ালিয়ার একটি আলাদা ব্যাংক একাউন্ট রয়েছে। যেখানে গঠিত রয়েছে ১১ লক্ষ ৭৪ হাজার ৯৭৮ টাকা।
advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও একাধিক বিনিয়োগ রয়েছে বিজেপি প্রার্থী এবং তার স্ত্রীর৷ একাধিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন এস.এস আলুওয়ালিয়া। যার বাজার মূল্য ৪ লক্ষ ৭৭ হাজার ৩১২ টাকা ৭২ পয়সা। অন্যদিকে মোট ছটি সংস্থার শেয়ার রয়েছে বিজেপি প্রার্থীর নামে। যার সর্বমোট মূল্য ৪৪ লক্ষ ৮৪ হাজার ৩৭৮ টাকা ২৩ পয়সা। তাঁর স্ত্রী মণিকা আলুওয়ালিয়ার মিউচুয়াল ফান্ডে মোট ১১ টি বিনিয়োগ রয়েছে। লিস্টেড ইকুইটিতে বিনিয়োগ রয়েছে মোট ২৯ টি। তাঁর নামে রয়েছে চারটি সংস্থার শেয়ার। সবমিলিয়ে যার সার্বিক মূল্য ১৬ লক্ষ ৩২ হাজার ৯৮৫ টাকা ৮১ পয়সা।
advertisement
নির্বাচনী হলফনামা অনুযায়ী বিজেপি প্রার্থীর রয়েছে মোট তিনটি গাড়ি। রয়েছে টয়োটা ইনোভার মতো গাড়িও। টয়োটার বর্তমান বাজার মূল্য ১৮ লক্ষ ৩৩ হাজার ৪৪৪ টাকা। এ ছাড়াও আরও দুটি গাড়ি রয়েছে। যেগুলির বাজার মূল্য যথাক্রমে ১৮ লক্ষ টাকা এবং ১২ লক্ষ ২০ হাজার ৫৯৭ টাকা। যদিও তাঁর স্ত্রীর নামে কোনও গাড়ি নেই। সোনার মতো বহু মূল্যবান ধাতু রয়েছে বিজেপি প্রার্থীর কাছে। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ৩ হাজার ৬৮৭ টাকা ৫০ পয়সা। বিজেপি প্রার্থীর স্ত্রীর কাছে বিশাল পরিমাণে সোনার মত মূল্যবান ধাতু রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৯৪ লক্ষ ২৩ হাজার ৬৭৫ টাকা।
advertisement
তবে বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া বা তাঁর স্ত্রী কারও কারও নামে কোনও চাষযোগ্য জমি নেই। তবে বিজেপি প্রার্থীর নামে একটি অচাষযোগ্য জমি রয়েছে। ৪৫২০.৮৪ ফুটের এই জমিটির আনুমানিক বাজার মূল্য ৮৭ লক্ষ ৫৫ হাজার ৪০৭ টাকা। তবে তাঁর স্ত্রীর নামে অচাষযোগ্য কোনও জমি নেই। তাছাড়াও অবাক করার মতো বিষয়, এই দু জনের কারওর নামেই কোনও বসতবাড়ি বা কমার্শিয়াল বিল্ডিং নেই। অন্যদিকে বিজেপি প্রার্থীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রয়েছে কার লোন। যেখানে ঋণের পরিমাণ ২ লক্ষ ৫৭ হাজার ৪৮৯ টাকা। তবে সরকারের কাছে কোনও বকেয়া তাদের নেই।
advertisement
নির্বাচনী হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন তাঁর উপার্জনের অন্যতম মাধ্যম সাংসদ হিসেবে পাওয়া বেতন এবং বিনিয়োগ থেকে পাওয়া টাকা। তবে তাঁর স্ত্রীর উপার্জন হয় ব্যবসা থেকে এবং বিনিয়োগ থেকে। নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও এসএস আলুওয়ালিয়া নির্বাচনী হলফনামায় তথ্য দিয়েছেন। সেই অনুযায়ী আসানসোলের বিজেপি প্রার্থী ১৯৭১ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হন। এরপর ১৯৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন তিনি। এছাড়াও হলফনামার তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থীর নামে দুটি সরকারি বাসভবন রয়েছে। একটি রয়েছে নতুন দিল্লিতে, এছাড়াও দুর্গাপুরে একটি সরকারি বাংলো পেয়েছেন তিনি।
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Loksabha elections 2024: দীর্ঘদিনের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন! তবুও এই বিজেপি প্রার্থীর নিজস্ব কোনও বাড়ি নেই
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement