Andal-Chennai Flight: অন্ডাল-চেন্নাই বিমান পরিষেবা শুরু হচ্ছে, সঙ্গে রয়েছে আরও সুখবর!

Last Updated:

উড়ান সংস্থার সমস্যার কারণেই এই পরিষেবা এতদিন বন্ধ ছিল। তবে যাত্রীদের জন্য সুখবর, অন্ডাল-চেন্নাই ফ্লাইট আগামী মাসেই শুরু হতে চলেছে ৷

অন্ডাল বিমানবন্দর।
অন্ডাল বিমানবন্দর।
নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: অন্ডাল বিমানবন্দরে নিয়মিত উড়ান শুরু হয়েছে বিগত বেশ কয়েক বছর আগে। দিল্লি, মুম্বই-সহ বেশ কয়েকটি রুটে নিয়মিত যাতায়াত করছে বিমানগুলি। তবে এই সমস্ত উড়ানগুলি চালু হওয়ার পর থেকে অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল। কার্যত এই রুটের বিমান পরিষেবা এয়ার অ্যাম্বুল্যান্স রূপে ব্যবহার হচ্ছিল। জেলা-সহ রাজ্যের বহু মানুষ চিকিৎসার প্রয়োজনে যাচ্ছিলেন দক্ষিণের এই রাজ্যে। কিন্তু উড়ান সংস্থার বেশ কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা। যার ফলে বহু যাত্রী বিপাকে পড়ছিলেন। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এই রুটে বিমান পরিষেবার চাহিদা রয়েছে। বেশিরভাগ সময়েই সমস্ত আসন ভর্তি করে বিমানগুলি উড়ান সম্পন্ন হয়েছে। তবে উড়ান সংস্থার সমস্যার কারণে এই পরিষেবা বন্ধ ছিল।
অন্যদিকে দ্রুত অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা চালু দাবি উঠছিল যাত্রীদের পক্ষ থেকে আর সেখানেই এবার পাওয়া গেল সুখবর। শুরু হচ্ছে অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা। অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী মাসেই ফের অন্ডাল-চেন্নাই রুটের বিমান পরিষেবা চালু হচ্ছে যার ফলে চিকিৎসা করাতে যাওয়া বহু রোগী-সহ অনেক মানুষের উপকার হবে আগামী ১৬ মে থেকে ফের অন্ডাল চেন্নাই রুটে বিমান পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে অন্ডাল-চেন্নাই রুটে আবার বিমান চালানো হবে। অন্ডাল থেকে চেন্নাই যাওয়ার জন্য নন স্টপ সরাসরি পরিষেবা দেবে ইন্ডিগো এই বিমান। জানা গিয়েছে, ইন্ডিগোর এই বিমানটি চেন্নাই বিমানবন্দর থেকে সকালে রওনা দেবে অন্ডালের উদ্দেশ্যে। সকাল ৫:৪৫ মিনিটে চেন্নাই বিমানবন্দর থেকে উড়ান শুরু করবে বিমানটি। অন্ডাল বিমানবন্দরে পৌঁছবে ৮ টা বেজে ২৫ মিনিট নাগাদ। আবার সকাল ৮:৫৫ মিনিট নাগাদ বিমানটি উড়ে যাবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই পৌঁছবে বেলা ১১:২৫ মিনিটে।
advertisement
advertisement
নতুন করে এই বিমান পরিষেবা শুরু হওয়াতে খুশি শহরের মানুষ। একইসঙ্গে যাদের চিকিৎসা-সহ বিভিন্ন কারণে দক্ষিণ ভারতের এই রাজ্যে নিয়মিত যাতায়াত করতে হয়, তারাও বলছেন আগের মত আবার সুবিধা পাওয়া যাবে এবং ভোগান্তিও কমবে। চেন্নাইয়ের আরও বেশ কয়েকটি রুটে নিয়মিত বিমান চালানোর পরিকল্পনা করছে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর কর্তৃপক্ষ। তার জন্য অ্যাডভান্স পর্যায়ে চলছে পর্যালোচনা। ইতিমধ্যেই নতুন রুটগুলি নিয়ে পরিকল্পনা করা হয়েছে। মোট তিনটি নতুন রুটে বিমান পরিষেবা চালু করতে চায় অন্ডাল বিমানবন্দর। ইতিমধ্যেই এই সম্পর্কে একটি সার্ভে সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। আর যে সমস্ত প্রস্তাবিত রুটগুলি রয়েছে, তাতে বহু মানুষের সুবিধা হবে। বিমানবন্দরের সূত্রে খবর, নতুন তিনটি রুট প্রস্তাব করা হয়েছে, এই বিষয়ে বিভিন্ন উড়ান সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
advertisement
যে তিনটি রুট প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে একটি হল অন্ডাল-গুয়াহাটি। আরেকটি হল অন্ডাল-ভুবনেশ্বর। তা ছাড়া অন্ডাল এবং বাগডোগরার মধ্যেও নতুন বিমান পরিষেবা চালু করতে চায় কাজী নজরুল বিমানবন্দর। আর এই বিষয়ে চলছে নানান পর্যালোচনা। বিমানবন্দর কর্তৃপক্ষের আধিকারিকদের আশা, খুব শীঘ্রই এই নতুন রূটগুলিতে বিমান পরিষেবা চালু করা যাবে। ফলে সুবিধাই হবে যাত্রীদের ৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Andal-Chennai Flight: অন্ডাল-চেন্নাই বিমান পরিষেবা শুরু হচ্ছে, সঙ্গে রয়েছে আরও সুখবর!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement