বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত স্বাভাবিকই ছিলেন কনে; এরপর যা কাণ্ড ঘটালেন… বেঁকে বসলেন বরও!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
UP Latest News : বিয়ের আগের দিনই রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে গেলেন হবু কনে। বাড়ির মেয়ে আচমকাই নিখোঁজ হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা।
সন্দীপ মিশ্র, সীতাপুর: সামনেই বিয়ে। তাই জোরকদমে তোড়জোড় চলছিল বাড়িতে। কিন্তু বরযাত্রীরা আসার আগেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের আগের দিনই রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে গেলেন হবু কনে। বাড়ির মেয়ে আচমকাই নিখোঁজ হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা।
পরে জানা যায় যে, ওই হবু কনে আসলে নিজের প্রেমিকের সঙ্গেই ইলোপ করেছেন। এমনকী, পালানোর সময় নিজের গয়নাও সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি। উত্তর প্রদেশের সীতাপুরের কোতোয়ালি এলাকার মাহমুদাবাদের ঘটনা।
advertisement
advertisement
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১৮ এপ্রিল ধুমধাম করে মাহমুদাবাদের ওই তরুণীর বিয়ের আসর বসার কথা ছিল। ফলে বাড়িতে বিয়ের প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু বরযাত্রী হইহই করে তরুণীর বাড়ি পৌঁছানোর আগেই পালিয়ে যান তিনি। সকালে মেয়েটির বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবর পেয়ে হতবাক হয়ে যায় তাঁর পরিবার।
ইতিমধ্যেই অবশ্য জানা গিয়েছে যে, ওই তরুণীর প্রেমিক তাঁর পাড়াতেই থাকেন। প্রাথমিক ভাবে পরিবারের লোকজন পাত্রীকে খোঁজার চেষ্টা করলেও তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর কোনও উপায় না দেখে তরুণীর পরিবার বিষয়টি পুলিশের কাছে জানায়।
advertisement
থানায় দায়ের করা অভিযোগে নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে যে, অরুণ নামে একটি ছেলে তাঁদের বাড়ির মেয়েকে ফুঁসলে বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে। এমনকী ওই তরুণী নিজের ঘরে রাখা গয়নাও সঙ্গে নিয়ে গিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
advertisement
কোতোয়ালি ইনচার্জ অনিল সিং জানিয়েছেন, পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আসলে প্রাথমিক তদন্তে সন্দেহ, মেয়েটির এই সম্পর্ক মেনে নেননি তাঁর মা-বাবা। সেই কারণে মা-বাবার অমতেই মেয়েটি নিজের প্রেমিকের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই প্রেমিকের সঙ্গে পালিয়েছেন তিনি।
ঘরের মেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় লোকলজ্জার ভয়ে কুঁকড়ে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, মেয়েটির আসল উদ্দেশ্য তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি। কারণ বিয়ের আগের দিন তাঁকে বেশ প্রফুল্লই দেখাচ্ছিল। এমনকী, সারাদিন সকলের সঙ্গে সুন্দর ভাবে কথাও বলছিলেন তিনি। অথচ কোথা থেকে কী হয়ে গেল, তা বুঝে উঠতে পারছে না তরুণীর পরিবার।
advertisement
এদিকে হবু কনের পালিয়ে যাওয়ার খবর চাউর হতেও বেশি সময় লাগেনি। ফলে অবিলম্বে বরের বাড়িতেও সেই খবর পৌঁছে যায়। ফলে এই বিয়ে করতে অস্বীকার করেন খোদ হবু বরও।
Location :
Sitapur,Uttar Pradesh
First Published :
April 22, 2024 4:28 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত স্বাভাবিকই ছিলেন কনে; এরপর যা কাণ্ড ঘটালেন… বেঁকে বসলেন বরও!