Ancient Temple: মুখ্যমন্ত্রীও পুজো দিয়ে গিয়েছেন! ১৭২ বছরের প্রাচীন জাগ্রত মন্দিরে দেবী কালী অধিষ্ঠিতা কমলাস্বরূপা

Last Updated:

Ancient Temple: মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল ১৮৫২ সালে, বাংলার ১২৯৯ সাল। শ্মশানকালী মন্দির এখানকার দেবী কমলা স্বরূপা।

ভিরিঙ্গী মন্দিরের দেবী মূর্তি।
ভিরিঙ্গী মন্দিরের দেবী মূর্তি।
নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : সিপাহি বিদ্রোহের আগে প্রতিষ্ঠা হয় এই মন্দিরের। মন্দিরের বয়স যত বেড়েছে, ততই বেড়েছে ভক্ত সংখ্যা। সকলের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস বেড়েছে এই মন্দিরের প্রতি। দুর্গাপুরের ভিরিঙ্গী কালী মন্দির। দেখতে দেখতে এই মন্দির ছুঁয়ে ফেলল ১৭২ বছর বয়সের কোঠা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারকা রাজ-শুভশ্রী, সকলেই বহুবার পুজো দিয়ে গিয়েছেন এই মন্দিরে দেবী কালীর কাছে।
মন্দিরের বর্তমান সেবায়েত জানিয়েছেন, কিংবদন্তি অনুসারে জানা যায়, মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল ১৮৫২ সালে। ছিল বাংলার ১২৯৯ সাল। শ্মশানকালী মন্দির হলেও এখানকার দেবী কমলা স্বরূপা। সেই জন্য অন্নপ্রাশন থেকে বিয়ের মত অনুষ্ঠানও এখানে পালন করা হয়। প্রতিবছর অগ্রহায়ণ মাসের অমাবস্যায় এই মন্দিরের বার্ষিক পুজো হয়। তাছাড়াও প্রতি অমাবস্যা, কালীপুজো এবং বিশেষ তিথিতে নামে ভক্তদের ঢল।
advertisement
আরও পড়ুন : কাঁচা বা পাকা পেঁপে ভালবাসেন? এইসব ক্ষেত্রে মুখেও তুলবেন না! খেলেই চরম বিপদ! জানুন…
উল্লেখ্য, দুর্গাপুরের বেনাচিতি বাজারে ভিরিঙ্গি মন্দিরের অবস্থান। চারপাশে ব্যস্ত বাজার হলেও মন্দিরে বিরাজ করে অদ্ভুত শান্তি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা অক্ষয় কুমার রায়। তবে দেবীর বর্তমান মন্দিরটি তাঁর পুত্র রবীন্দ্রনাথ রায়ের হাতে তৈরি। এই দুই সাধকের সমাধি রয়েছে মন্দিরেই। মন্দির প্রাঙ্গনে মায়ের এক বিরল দৃশ্য দেখা যায়। সংকোটমোচন হনুমানের কাঁধে নন্দী-ভিরিঙ্গী সহ মহাকালীকে দেখা জয় এই মন্দিরে।
advertisement
advertisement
মন্দিরের পিছনে সিদ্ধাসন নামে একটি স্থান রয়েছে। যেখানে পঞ্চমুখী শিবলিঙ্গ বিরাজমান। মন্দিরে একটি বাঁধানো ঘাটও আছে। এই মন্দির সকলের কাছে আস্থার কেন্দ্র। ভক্তদের কাছে দেবী সদা করুণাময়ী। প্রত্যেক বছর বাৎসরিক পুজোর দিন বহু ভক্ত এই মন্দিরে আসেন। মন্দিরে আসা ভক্তদের জন্য রয়েছে একটি অতিথি আবাসও।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Ancient Temple: মুখ্যমন্ত্রীও পুজো দিয়ে গিয়েছেন! ১৭২ বছরের প্রাচীন জাগ্রত মন্দিরে দেবী কালী অধিষ্ঠিতা কমলাস্বরূপা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement