Papaya Side Effects: কাঁচা বা পাকা পেঁপে ভালবাসেন? এইসব ক্ষেত্রে মুখেও তুলবেন না! খেলেই চরম বিপদ! জানুন...

Last Updated:
1/8
কাঁচা এবং পাকা দু’ রকমের পেঁপেই পুষ্টিগুণের ভাণ্ডার। যে কোনও ভাবে খেলেই উপকার পাওয়া যায়।
কাঁচা এবং পাকা দু’ রকমের পেঁপেই পুষ্টিগুণের ভাণ্ডার। যে কোনও ভাবে খেলেই উপকার পাওয়া যায়।
advertisement
2/8
কিন্তু জানেন কি কোনও কোনও শারীরিক ক্ষেত্রে পেঁপে খাওয়া অত্যন্ত বিপজ্জনক। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ সিদ্ধার্থ গুপ্তা।
কিন্তু জানেন কি কোনও কোনও শারীরিক ক্ষেত্রে পেঁপে খাওয়া অত্যন্ত বিপজ্জনক। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ সিদ্ধার্থ গুপ্তা।
advertisement
3/8
কারওর কারওর ক্ষেত্রে পেঁপে খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তার থেকে চুলকানি, ত্বকের কিছু অংশ ফুলে উঠতে পারে।
কারওর কারওর ক্ষেত্রে পেঁপে খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তার থেকে চুলকানি, ত্বকের কিছু অংশ ফুলে উঠতে পারে।
advertisement
4/8
পরিস্থিতি জটিল হলে পেঁপে থেকে হতে পারে অ্যানাফাইল্যাক্সিস। তাই সেক্ষেত্রে পেঁপে সম্পূর্ণ এড়িয়ে চলুন। হতে পারে ল্যাটেক্স অ্যালার্জিও।
পরিস্থিতি জটিল হলে পেঁপে থেকে হতে পারে অ্যানাফাইল্যাক্সিস। তাই সেক্ষেত্রে পেঁপে সম্পূর্ণ এড়িয়ে চলুন। হতে পারে ল্যাটেক্স অ্যালার্জিও।
advertisement
5/8
পেঁপেতে থাকে প্যাপেইন উ‍ৎসেচক৷ অন্তঃসত্ত্বা অবস্থায় অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে৷
পেঁপেতে থাকে প্যাপেইন উ‍ৎসেচক৷ অন্তঃসত্ত্বা অবস্থায় অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে৷
advertisement
6/8
 বিশেষত কাঁচা বা দরকচা অবস্থায় থাকা পেঁপে অন্তঃসত্ত্বা পর্বে এড়িয়ে যাওয়াই শ্রেয়৷
বিশেষত কাঁচা বা দরকচা অবস্থায় থাকা পেঁপে অন্তঃসত্ত্বা পর্বে এড়িয়ে যাওয়াই শ্রেয়৷
advertisement
7/8
অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে গ্যাস, পেট ফেঁপে ওঠা, ডায়রিয়ার মতো পেটের সমস্যা দেখা যেতে পারে৷
অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে গ্যাস, পেট ফেঁপে ওঠা, ডায়রিয়ার মতো পেটের সমস্যা দেখা যেতে পারে৷
advertisement
8/8
পেঁপেতে আছে ভিটামিন কে৷ ব্লাড ক্লটিং-এর ক্ষেত্রে ভূমিকা আছে এই ভিটামিনের৷ যাঁরা ব্লাড ক্লটিং-এর সমস্যায় আছেন বা ব্লাড থিনিং-এর ওষুধ খান, তাঁরা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই পেঁপে খাবেন৷
পেঁপেতে আছে ভিটামিন কে৷ ব্লাড ক্লটিং-এর ক্ষেত্রে ভূমিকা আছে এই ভিটামিনের৷ যাঁরা ব্লাড ক্লটিং-এর সমস্যায় আছেন বা ব্লাড থিনিং-এর ওষুধ খান, তাঁরা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই পেঁপে খাবেন৷
advertisement
advertisement
advertisement