West Bardhaman News- স্বাবলম্বী হতে আনন্দমেলার উদ্যোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

Last Updated:

তিনদিনের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে

+
আনন্দ

আনন্দ মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল।

#পশ্চিম বর্ধমান- আনন্দের সঙ্গে কিছু উপার্জনের দিশা খুঁজে পেতে অন্ডালের উখরায় আয়োজিত হয়েছে আনন্দমেলা। স্বাবলম্বী হতে চেয়ে আনন্দ মেলার আয়োজন করেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তিনদিনের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি স্কুল চত্বরে আয়োজিত আনন্দমেলায় উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ দেখা যাচ্ছে স্কুল পড়ুয়াদের। তাদের কিছুটা ভালো সময় উপহার দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনের জন্য আনন্দ মেলার আয়োজন করা হয়েছে উখরার কেবি ইন্সটিটিউশনে। সেখানে নানা রকমের স্টল রাখা হয়েছে। সব মিলিয়ে রয়েছে প্রায় ৩০ টি স্টল। যেখানে ফাস্টফুড থেকে শুরু করে হস্তশিল্পের জিনিস, ঘর সাজানোর সামগ্রী, সমস্ত কিছুই পাওয়া যাবে। এই মেলায় স্টল গুলির মধ্যে বিশেষ আকর্ষণ হস্তশিল্পের সম্ভার।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন রকম জিনিস তৈরি করে এই মেলায় পসরা সাজিয়ে বসেছেন। কিছু উপার্জনের আশায় তা বাজারজাত করতে উদ্যোগ নিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মূলত তাদের উদ্যোগেই আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষজনকে কিছুটা ভালো সময় উপহার দেওয়ার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। এখানে স্কুল পড়ুয়ারা ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। সেজন্য স্কুল চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে। অতিমারির পর যাতে মানুষ ভয়ঙ্কর স্মৃতি থেকে কিছুটা দূরে সরে আসতে পারেন, তার জন্যই এই ছোট্ট উৎসবের আয়োজন করা হয়েছে। আনন্দ মেলার মধ্যে দিয়ে যেমন উপার্জনের দিশা খুঁজে পেতে চেয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তেমনভাবেই আনন্দ মেলার মাধ্যমে স্থানীয়দের উপহার দিতে চেয়েছেন কিছু আনন্দঘন মুহূর্ত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- স্বাবলম্বী হতে আনন্দমেলার উদ্যোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement