West Burdwan News : অদৃশ্য ছোট্ট রিমোর্টে চলছে বিশাল চুরি, না জানলে ঠকবেন আপনিও

Last Updated:

অদৃশ্য রিমোর্টের কারচুপি সামনে এল কাঁকসার বৃন্দাবনপুরে। যে ঘটনার পর হতবাক সকলেই।

+
title=

#পানাগড় : ছোট্ট রিমোর্টের এই কারসাজি জানলে আপনার আপনার মাথা ভনভন করে ঘুরবে। ছোট্ট অদৃশ্য একটি রিমোর্ট দিয়ে চলছিল বিশাল মাপের চুরি। হাতের তলায় রিমোর্ট লুকিয়ে রেখে চলছিল হাতসাফাই। ওজন মেশিনে কারচুপি করে হাজার হাজার টাকার চুরি করছিলেন অসাধু ব্যক্তিরা। আর যখন এই অদৃশ্য রিমোর্টের কারচুপি সামনে এল, তখন করুণ দশা হল চোরেদের।
অদৃশ্য এই রিমোর্টের কারচুপি সামনে এল কাঁকসার বৃন্দাবনপুরে। যে ঘটনার পর হতবাক সকলেই। এই রিমোর্টের কারচুপি আর অসাধু ব্যক্তিদের এই অসাধু পন্থা দেখে রীতিমত চমকে গিয়েছেন সকলে। বলছেন সাবধান হওয়ার সময় এসেছে। নাহলে আগামী দিনে হাজার হাজার টাকার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা।
advertisement
advertisement
জানা গিয়েছে, কাঁকসার বৃন্দাবনপুরে এদিন একদল ফোঁড়ে ধান কিনতে এসেছিলেন। স্থানীয় চাষীদের বলা হয়, ধানের দাম দেওয়া হবে হাজার ৫০ টাকা করে দেওয়া হবে। চাষিরা পছন্দ মত দাম পাওয়ায়, ধান বিক্রি করতে রাজি হয়েছিলেন। কিন্তু তাদের মনে হচ্ছিল ওজন মেশিনে কোনও ভাবে কারসাজি করা হচ্ছে। তার মধ্যে এক চাষীর চোখে পড়ে, এক ফোঁড়ে জ্যাকেটের তলায় কিছু লুকিয়ে রেখেছেন। তখনই সামনে আসে এই রিমোর্ট। বিষয়টি কি জিজ্ঞাসা করতেই, অন্যান্য ফোঁড়েরা পালিয়ে যায়। তারপর দুজন ফোঁড়েকে শুরু হয় জিজ্ঞাসাবাদ।
advertisement
আরও পড়ুনঃ বাড়ছে ওমিক্রন, লকডাউনের আশঙ্কা! ফের ব্যবসা বন্ধের আতঙ্কে যৌনকর্মীরা
ফোঁড়েদের গাছে বেঁধে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন ওই সমস্ত চাষীরা। পরে ফোঁড়েদের দল স্বীকার করে নেয়, ওই রিমোর্টের মাধ্যমে ওজন মেশিনে, ওজন কমিয়ে কারচুপি চালাচ্ছিল তারা। ঘটনার খবর পেয়ে সেখানে আসে কাঁকসা থানার পুলিশ। দুজন ফোঁড়েকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কে বা কারা এই চক্রের সঙ্গে আরও জড়িত রয়েছে, তার হদিস পেতে শুরু হয়েছে তল্লাশি। তবে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ছোট্ট রিমোর্টের এই কারসাজি দেখে হতবাক সকলেই। তারা বলছেন, সাবধান হতে হবে এসব অসাধু ব্যক্তিদের থেকে। নাহলে হাজার হাজার টাকার ক্ষতি স্বীকার করতে হবে।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : অদৃশ্য ছোট্ট রিমোর্টে চলছে বিশাল চুরি, না জানলে ঠকবেন আপনিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement