West Bardhaman News- বরাকর নদীবক্ষে ভয়ঙ্কর নৌকাডুবিতে কমপক্ষে ১৪ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা

Last Updated:

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন সাঁতরে পাড়ে উঠে আসতে পেরে নিজেদের জীবন বাঁচিয়েছেন

+
ডুবুরি

ডুবুরি নামিয়ে নিখোঁজ যাত্রীদের খোঁজে চলছে তল্লাশি।

#পশ্চিম বর্ধমান- বরাকর নদীতে ভয়ঙ্কর নৌকাডুবি। নৌকাডুবির জেরে কমপক্ষে ১৪ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন সাঁতরে পাড়ে উঠে আসতে পেরে নিজেদের জীবন বাঁচিয়েছেন। তবে বাকি যাত্রীদের এখনও পর্যন্ত কোন খোঁজ খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে হওয়া এই দুর্ঘটনার পর থেকে বহু সময় পেরিয়ে গেলেও নিখোঁজ যাত্রীদের খোঁজ মেলেনি এখনও।
পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ড সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বীরগাঁও ঘাটের কাছে এই দুর্ঘটনা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাতের দিকে ঝড়-বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নৌকাটি। তার ফলে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার সময় সেখানে ১৬ জন যাত্রী ছিলেন বলে খবর। পাশাপাশি নৌকাতে আটটি বাইক ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। মাঝ নদীতে নৌকা উলটে গিয়েছে। ফলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে চলছে তল্লাশি। চলছে উদ্ধারকাজ। ডুবুরি নামিয়ে চালানো হচ্ছে তল্লাশি। প্রচুর পরিমাণে পুলিশ রয়েছেন ঘটনাস্থলে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু যাত্রী। তাদের বর্তমান অবস্থা নিয়ে শংকিত রয়েছেন সকলেই। পুরো এলাকায় শোকের ছায়া। উদ্বিগ্ন সকলেই। এই ঘটনার জেরে এলাকার পরিস্থিতি রীতিমতো উদ্বিগ্ন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য প্রার্থনা করছেন সবাই। ওই নৌকা থেকে জীবন বাঁচিয়ে ফিরতে পারা এক যাত্রী জানাচ্ছেন, দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি যাত্রা শুরু করার পরে মাঝ নদীর কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঝড়-বৃষ্টির জেরে উলটে গিয়েছে নৌকাটি। তারা দুজন কোনরকমে সাঁতরে পারে ফিরে এসেছেন। চিৎকার করেছেন গ্রামবাসীদের সাহায্যের জন্য। অনেকেই নৌকা নিয়ে এগিয়ে গিয়েছেন। ততক্ষণে জলে ডুবে গিয়েছেন বহু মানুষ। এখনো পর্যন্ত তাদের খোঁজে চলছে তল্লাশি।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- বরাকর নদীবক্ষে ভয়ঙ্কর নৌকাডুবিতে কমপক্ষে ১৪ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement