West Burdwan News: দখল হয়ে যাচ্ছে ইসকোর ১০০টি আবাসন, বিনামূল্যে জল, বিদ্যুৎ দিয়ে ক্ষতি সংস্থার
- Published by:Teesta Barman
Last Updated:
দখল হয়ে যাওয়া আবাসনগুলি দখলমুক্ত করার জন্য ইস্কো কর্তৃপক্ষকে পদক্ষেপ করার জন্য দাবি তুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।
#পশ্চিম বর্ধমান: কেন্দ্রীয় সংস্থা ইসকোর প্রায় ১০০টি আবাসন এই মুহূর্তে দখলদারদের কব্জায়। তবুও অবসানগুলিতে বিনামূল্যে জল এবং বিদ্যুৎ পরিষেবা দিয়ে যেতে হচ্ছে সংস্থাকে। আর তার জেরে ক্ষতির সম্মুখীন হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই সংস্থাটি।
স্থানীয় বিধায়ক অভিযোগ তুলেছেন, ইসকো কর্তৃপক্ষ এই আবাসনগুলি দখলমুক্ত করার জন্য পদক্ষেপ করছে না। দখলদারির পিছনে রাজনীতির রং লাগিয়েছেন তিনি।
advertisement
অন্যদিকে স্থানীয় কাউন্সিলর বলেছেন, ''কোনও রকম রাজনৈতিক রং না দেখে, দখলকৃত আবাসনগুলি খালি করা উচিত। তিনি চান না, নিজের ওয়ার্ডে কোন আবাসন দখল হয়ে থাকুক। আর যা নিয়ে রীতিমতো চাপানোর শুরু হয়েছে আসানসোলে।
advertisement
ইস্কোর ১০০টি আবাসন খালি করার জন্য চারিদিক থেকে দাবি উঠছে এই মুহূর্তে। প্রসঙ্গত, বার্নপুরে ইসকোর কয়েকশো আবাসন রয়েছে। যার মধ্যে বেশিরভাগ আবাসন এই মুহূর্তে দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। আবাসনগুলি সংস্থার কিছু কর্মীদের নামে বরাদ্দ করা হয়েছে। কিন্তু যে সমস্ত কর্মীদের নামে আবাসনগুলি বরাদ্দ করা হয়েছে, তাঁরা সেই আবাসনগুলিতে থাকেন না। সেই আবাসনগুলি তারা ভাড়া দিয়ে দেন, এবং সেখানেই বাইরের লোকজন এসে বসবাস শুরু করেছেন। আর ওই আবাসনগুলিতে কর্মীদের কথা ভেবেই ইসকো কর্তৃপক্ষ বিনামূল্যে জল এবং বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছে।
advertisement
তাই এই দখল হয়ে যাওয়া আবাসনগুলি দখলমুক্ত করার জন্য ইস্কো কর্তৃপক্ষকে পদক্ষেপ করার জন্য দাবি তুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। অন্যদিকে স্থানীয় ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র, এই দখল হয়ে যাওয়া আবাসনগুলি খালি করানোর জন্য ইস্কো কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
Nayan Ghosh
Location :
First Published :
November 09, 2022 3:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: দখল হয়ে যাচ্ছে ইসকোর ১০০টি আবাসন, বিনামূল্যে জল, বিদ্যুৎ দিয়ে ক্ষতি সংস্থার