North Dinajpur News: পারিবারিক বিবাদ সামলাতে না পেরে যা করল এই যুবক! আঁতকে উঠলেন সকলে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
পারিবারিক বিবাদের জেরে নদীতে ঝাঁপ দিয়ে দিল যুবক। তল্লাশি চালিয়ে মিলল দেহ। যুবকের নাম বিষ্ণু চৌহান।
উত্তর দিনাজপুর: পারিবারিক বিবাদের জেরে শ্রীমতি নদীতে ঝাঁপ এক যুবকের। যুবককে বাঁচাতে নদীতে স্পিড বোট ও ডুবুরি নামিয়ে শেষে উদ্ধার হল মৃতদেহ। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানারশান্তি কলোনীর শ্মশানঘাট এলাকায়। ঘটনার পর থেকে নদীতে স্পিড বোট ও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়।
ঐ যুবকের নাম বিষ্ণু চৌহান। বাড়ি কালিয়াগঞ্জের ১৭ নম্বর ওয়ার্ডের মিলন পাড়া এলাকায়। পেশায় টাইলস মিস্ত্রি ও লটারি বিক্রেতা। বেশ কয়েক দিন ধরেই সংসারে অশান্তি লেগেই ছিল। এদিন সকালে মিলন পাড়ার এক বাড়িতে টাইলসের কাজ নিয়ে মালিকের সঙ্গে কথাবার্তাও বলেন বিষ্ণু।
advertisement
advertisement
তারপর, সাইকেল চালিয়ে শ্মশানঘাট এলাকায় এসে কিছুক্ষণ বসে থাকেন। এরপরই ভরা শ্রীমতি নদীতে ঝাঁপ দেন বিষ্ণু। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা খবর দেন কালিয়াগঞ্জ থানায়। ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পর থেকেই নদীতে শুরু হয় তল্লাশি। তলব করা হয় বিপর্যয় মোকাবিলা দলকে। এরপর দেহ উদ্ধার করেন ডুবুরিরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 4:41 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: পারিবারিক বিবাদ সামলাতে না পেরে যা করল এই যুবক! আঁতকে উঠলেন সকলে

