North Dinajpur News: পরনে সুতির শাড়ি, হাতে লাঠি নিয়ে রাস্তায় মহিলারা! কারণ জানলে অবাক হবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
গোটা গ্রাম জুড়ে মদের ভাটি। চোলাইয়ের ঠেকে বসে পুরুষেরা। এবার রণমূর্তি ধারণ করলেন গ্রামের মহিলারা। ভেঙে দিলেন মদের ঠেক।
উত্তর দিনাজপুর: পরনে সুতির শাড়ি ও হাতে লাঠি নিয়ে রাস্তায় মহিলারা। দেদার চালাচ্ছেন ভাঙচুর! ছবিটা এখন চোপড়ার মাঝিয়ালী গ্রামের প্রায় সমস্ত এলাকায়। কিন্তু কেন হঠাৎ এই ভাঙচুর? গ্রামের সাধাসিধে মহিলাদের এই রণচণ্ডী রূপ দেখে অবাক হচ্ছেন তো? নেপথ্যে রয়েছে এক বিরাট ঘটনা জানলে অবাক হবেন!
আসলে বেশ কিছুদিন ধরেই গ্রামের একের পর এক পুরুষ নেশাগ্রস্ত হয়ে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছেন। গ্রামের আনাচে-কানাচে চোলাই মদের ঠেক। মদ্যপান করে প্রায় সময় রাস্তা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন একে পর এক পরিবারের কর্তা। তাই এবার লাঠি হাতে নিয়ে রণচন্ডী রূপ ধারণ করল এলাকার মা দুর্গারা।
advertisement
advertisement
নিজেদের পরিবারের সদস্যদের বাঁচাতে একত্রিত হয়ে অবৈধ মদের ঠেক গুলিতে লাঠি হাতে মদ তৈরির সমস্ত সরঞ্জাম ভাঙচুর করেন গ্রামের মহিলারা। চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রামের এই ঘটনা। জানা যায় প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ মদ তৈরি। চিরতরে এলাকায় যাতে কোন চোলাই মদের কারখানা না হয় তাঁর জন্য জোর কদমে আন্দোলনও চালাচ্ছেন গ্রামের মহিলারাই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2024 5:45 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: পরনে সুতির শাড়ি, হাতে লাঠি নিয়ে রাস্তায় মহিলারা! কারণ জানলে অবাক হবেন
