Vaccination Stray Dogs: বাড়ছে পথ কুকুরের সংখ্যা! শুরু হল ভ্যাকসিনেশনের কাজ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
সংক্রমণ ঠেকাতে এবার জেলার বিভিন্ন এলাকায় শুরু হল পথকুকুরদের ভ্যাকসিনেশনের কাজ। ২০০ টি পথকুকুরকে দেওয়া হল প্রতিষেধক।
উত্তর দিনাজপুর: পুজোর আগেই রাস্তার কুকুর ও বিড়ালদের টিকাকরণ শুরু। বর্ষার ভ্যাপসা গরম আর প্যাচ প্যাচানিতে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ দেখা যায় কুকুর ও বিড়ালদের। যারা কুকুর বা বিড়াল পোষেন তারা যদিও নিয়ম মেনে ভ্যাকসিন দিয়ে থাকেন। তবে পথ কুকুর ও বেড়ালদের অনেক সময় নিয়ম মেনে ভ্যাকসিন করানো সম্ভব হয় না।
তাই কুকুর কিংবা বিড়াল থেকে যাতে সাধারণ মানুষের কোন রকম রোগ সংক্রমণ না ছাড়ায় তাই পঞ্চায়েত সমিতি ও পশুপালন দফতরের উদ্যোগে শুরু হয়েছে পথ কুকুর ও বিড়ালকে টিকাকরণের কাজ। কালিয়াগঞ্জের পশুপালন দফতরের আধিকারিক ডক্টর মানিক লাল সাহা জানান,এই সময় কুকুর ও বিড়ালকে রেবিস ভাইরাস অর্থাৎ জলাতঙ্ক থেকে বাঁচতে শুরু হয়েছে ভ্যাকসিনেশন এর প্রক্রিয়া।
advertisement
advertisement
এই জলাতঙ্ক রোগ এতটাই ভয়াবহ যে এই রোগের সংক্রমণে কোন কুকুর বা বেড়ালই বাঁচতে পারে না। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত কোনো প্রাণী যদি মানুষকে আঁচড়ে দেয় তবে সেই সংক্রামিত প্রাণীর লালা থেকেও জলাতঙ্ক ছড়াতে পারে মানুষের মধ্যে। তাই পুজোর আগে পথ কুকুর ও বিড়ালদের হয়ে থাকা বিভিন্ন রোগ সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে শুরু হয়ে গেছে কুকুর বিড়ালদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া। এদিন প্রায় ২০০টির ও বেশি পথ কুকুরকে ভ্যাকসিনেশন করানো হয়।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2024 5:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Vaccination Stray Dogs: বাড়ছে পথ কুকুরের সংখ্যা! শুরু হল ভ্যাকসিনেশনের কাজ

 
              