ভিড়ের মধ্যে যমদূতের মতো ধেয়ে এল ট্রেলার! করণদিঘিতে ভয়াবহ দুর্ঘটনার বলি ৩
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন রাত সাড়ে আটটা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকে দ্রুত গতিতে আসছিল ১৮ চাকার ওই ট্রেলারটি৷
মুক্তার সরকার, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের করণদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি. টোটোয় ধাক্কা মেরে উল্টে গেল ভুট্টা বোঝাই একটি ১৮ চাকার ট্রেলার৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার সহ তিন জন৷ গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন আট থেকে দশ জন৷
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে খবর, এ দিন রাত সাড়ে আটটা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকে দ্রুত গতিতে আসছিল ১৮ চাকার ওই ট্রেলারটি৷ সেই সময় টুঙ্গিদিঘি মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রেলারটির চালক৷ প্রথমে একটি টোটো, তার পর একটি স্করপিও গাড়িকে ধাক্কা মারে ট্রেলারটি৷ এর পর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় ট্রেলারটি৷
advertisement
আরও পড়ুন: ‘আর মাত্র কয়েক ঘণ্টা!’ দেবের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়, শিগগিরই বড় ঘোষণা?
advertisement
যে জায়গায় এই দুর্ঘটনা ঘটে সেটি অত্যন্ত জনবহুল৷ ট্রেলারের ধাক্কায় আহত বেশ কয়েক জন সাধারণ পথচারী৷ ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের একটি লেন৷
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ৷ নিয়ে আসা হয় পাঁচটি হাইড্রলিক ক্রেন৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় উল্টে যাওয়া ট্রেলারটিকে সরানো সম্ভব হয়৷ ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার সহ তিন জনের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ৷ গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2024 11:43 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
ভিড়ের মধ্যে যমদূতের মতো ধেয়ে এল ট্রেলার! করণদিঘিতে ভয়াবহ দুর্ঘটনার বলি ৩