Uttar Dinajpur News: প্রত্যেক বিধায়ককে এক হাজার চারা গাছ দিল রাজ্য
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
শুক্রবার থেকে রাজ্যে শুরু হল বনমহোৎসব। চলবে ২০ জুলাই পর্যন্ত। এই উপলক্ষে প্রত্যেক বিধায়ককে এক হাজার করে গাছের চারা দেওয়া হয়েছে
উত্তর দিনাজপুর: রাজ্য সরকারের উদ্যোগে ১৪ জুলাই পশ্চিমবঙ্গজুড়ে শুরু হল বনমহোৎসব। এই উৎসব চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। এই উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি শুক্রবার রায়গঞ্জ শহরেও বন দফতরের পক্ষ থেকে সবুজ ঝান্ডা উড়িয়ে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়।
এদিন কর্ণজোড়ায় ফিতে কেটে ওই ট্যাবলোর উদ্বোধন করেন বন বিভাগের আধিকারিক দাওয়া সাঙ্গু শিরপা। বনমহোৎসব উপলক্ষে একটি সচেতনতামূলক প্রচার চালানো হয় বন দফতরের উদ্যোগে। আগামী এক সপ্তাহ ধরে ৫০ লক্ষ চারা গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বনমহোৎসব উপলক্ষে উদ্বোধন হওয়ার ট্যাবলেটই উত্তর দিনাজপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও ঘুরবে।
advertisement
advertisement
আগামী সাতদিন ধরে বিভিন্ন ব্লকে ব্লকে সাধারণ মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করবে এই ট্যাবলো। পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়া সহ বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বৃক্ষরোপনে উৎসাহিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সারা সপ্তাহ জুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বনমহোৎসব উপলক্ষে রাজ্যে প্রত্যেক বিধায়ককে এক হাজার করে গাছের চারা দেওয়া হয়েছে। প্রতি চারার দাম ২ টাকা। ১৪ জুলাই থেকে ২০ জুলাই বনজ দ্রব্যের উপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 10:51 PM IST