Success Story: দৃষ্টিহীন বিলাতুরের স্বপ্নের লড়াই, ধূপকাঠি বিক্রি করে চলছে পড়াশুনা! লক্ষ্য সরকারি চাকরির
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Piya Gupta
Last Updated:
জানা যায়, তাঁর বাড়ি কুসুমুন্ডি ব্লকে। বর্তমানে সে বি এড করছে নরেন্দ্রপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন বিদ্যালয় থেকে। ছোটবেলা থেকে তিনি দুচোখে না দেখতে পেলেও সেই চোখেই তিনি দেখতে পেতেন আগামী দিনের স্বপ্ন।
উত্তর দিনাজপুর: প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ধূপকাঠি বিক্রি করে চাকরির স্বপ্ন দেখছে প্রত্যন্ত গ্রামের এক লড়াকু যুবক বিলাতু সরকার। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিভিন্ন ফুটপাতে সকাল থেকেই সে বিভিন্ন ধূপকাঠি নিয়ে বেরিয়ে পড়ে বিক্রী করতে।ছোটবেলা থেকে দৃষ্টিহীন বিলাতু। তবে সে নিজেকে কখনও পাঁচজনের থেকে আলাদা বলে মনে করেনি।
তাই বিএ পাস করার পর এখন স্বপ্ন দেখছেন আগামী দিনে চাকরি করার। ২৫ বছর বয়সী এই যুবক অতি দরিদ্র পরিবারের ছেলে হলেও বিএ পরীক্ষা পাস করার পর আগামী দিনের চাকরি করার স্বপ্ন দেখে বি এড এ ভর্তি হয়েছেন তিনি। বাড়িতে তিন ভাই এবং এক বোন রয়েছে৷ বাবা সামান্য কৃষিকাজ করেন।
advertisement
তাই সংসারে বাবাকে সঙ্গ দিতে এবং নিজের বিএড পড়াশোনা সম্পূর্ণ করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ যোগানের জন্য তিনি বেছে নিয়েছেন হাতের ধূপকাঠি নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করার পথ।। আজ এমন ভাবেই তাঁকে দেখা গেল কালিয়াগঞ্জের অলিতে গলিতে ধূপকাঠি নিয়ে বিক্রি করতে।
advertisement
জানা যায়, তাঁর বাড়ি কুসুমুন্ডি ব্লকে। বর্তমানে সে বি এড করছে নরেন্দ্রপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন বিদ্যালয় থেকে। ছোটবেলা থেকে তিনি দুচোখে না দেখতে পেলেও সেই চোখেই তিনি দেখতে পেতেন আগামী দিনের স্বপ্ন।
advertisement
তাই দুচোখে স্বপ্নভরা অশ্রু নিয়ে তিল তিল করে একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ একটা জায়গায় তিনি এসে দাঁড়িয়েছেন। তার আগামী দিনে লক্ষ্য বিএড পরীক্ষায় পাস করে আগামী দিনে চাকরি পরীক্ষা দিয়ে একটা চাকরি যোগাড় করার। তবেই তার স্বপ্ন পূরণ হবে। এর জন্য যত লড়াই করতে হোক না কেন তিনি করবেন এটা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 3:09 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Success Story: দৃষ্টিহীন বিলাতুরের স্বপ্নের লড়াই, ধূপকাঠি বিক্রি করে চলছে পড়াশুনা! লক্ষ্য সরকারি চাকরির
