North Dinajpur News: তীব্র গরম থেকে নিস্তার পেতে নদীতে স্নানে গিয়েই সর্বনাশ! আর খোঁজ নেই পড়ুয়ার!
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
নদীতে স্নান করতে যাওয়াই হল কাল। নিখোঁজ হয়ে গেল পড়ুয়া। উত্তরদিনাজপুরে চাঞ্চল্য।
উত্তর দিনাজপুর: তীব্র গরম থেকে নিস্তার পেতে দুপুরে একটু স্বস্তির খোঁজে বন্ধুরা মিলে নদীতে স্নান করতে নেমেছিল। কিন্তু তাতেই ঘটল সর্বনাশ। নদীতে সাঁতার কাটার সময় হঠাৎই নিখোঁজ হয়ে গেল এক বন্ধু।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার কুড়কিটোলা গ্ৰামে। জানা যায় গ্রামের পার্শ্ববর্তী নাগর নদীতে ৬ জন বন্ধু মিলে প্রতিদিনের মতো স্নান করতে নেমেছিল । স্নান করার সময় নাগর নদীর জলে হঠাৎই ডুবে যায় এক বন্ধু।
advertisement
advertisement
নিখোঁজ ঐ বন্ধুর নাম জানি আলম, বয়স আনুমানিক ২০ বছর, বাড়ি আলতাপুর ১ নং অঞ্চলের কামারতোড় গ্ৰামে । যুবকের নদীতে তলিয়ে যাওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি দিয়ে নদীতে খোঁজাখুঁজির কাজ চললেও এখনও খোঁজ মেলেনি ওই যুবকের।
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 24, 2024 12:56 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: তীব্র গরম থেকে নিস্তার পেতে নদীতে স্নানে গিয়েই সর্বনাশ! আর খোঁজ নেই পড়ুয়ার!









