RG Kar Protest: প্রতিবাদের রেশ শ্রাদ্ধানুষ্ঠানেও! মায়ের শ্রাদ্ধের কার্ডে এ কী লিখলেন ছেলে! ভাইরাল ছবি

Last Updated:

RG Kar Protest: শ্রাদ্ধের অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রে 'উই ওয়ান্ট জাস্টিস' লিখে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানালো এক যুবক। মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে ছেলের তৈরি নিমন্ত্রণ পত্রে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লোগো-সহ প্রতিবাদ চিত্র।

+
শ্রাদ্ধ

শ্রাদ্ধ অনুষ্ঠানের কার্ড

উত্তর দিনাজপুর: শ্রাদ্ধের অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লিখে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানালো এক যুবক। মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে ছেলের তৈরি নিমন্ত্রণ পত্রে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লোগো-সহ প্রতিবাদ চিত্র। যা দেখে কিছুটা অবাক হয়ে যান নিমন্ত্রিতরা।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই কোন না কোন জায়গায় প্রতিবাদ মিছিল গড়ে উঠছে। জানা যায় এই মিছিলে শামিল হয়েছিলেন রায়গঞ্জের প্রতিমা দেবীও। কিন্তু হঠাৎ করে তিনি মারা যান। তাই তাঁর শ্রাদ্ধের কার্ডেও ‘উই ওয়ান্ট জাস্টিস’-লোগো দিয়ে অন্যরকম প্রতিবাদ জানালো তাঁর ছেলে। জানা যায় জীবনের শেষ দিনগুলোতেও অসুস্থতার সঙ্গে লড়াই করেও আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন প্রতিমা দেবী। প্রতিভা দেবীর মৃত্যুর পরও তাই তাঁর প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখলো তাঁর পরিবার। মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণ পত্রের উপরেই তাই ‘উই ওয়ান্ট জাস্টিস লিখে আত্মীয়’ পরিজনদের মাঝে বিচারের দাবিতে ছড়িয়ে দিলেন ছেলে শুভ্রজ্যোতি দত্ত।
advertisement
advertisement
শুভ্রজ্যোতি জানান, ‘‘এই প্রতিবাদ শুধু চিকিৎসকদের নয় প্রতিটা মানুষের।’’ দিন কয়েক আগেই বার্ধক্যজনিত রোগের প্রয়াত হন প্রতিমা দেবী। তখন শ্মশানে মাকে দাহ করার সময়ই শুভ্রজ্যোতির মাথায় এসেছিল মায়ের শেষ ইচ্ছাকে মর্যাদা দিতে নতুনত্ব কিছুর। তাই চিকিৎসকদের মতো প্রেসক্রিপশনে প্রতিবাদ জানাতে না পারলেও, মায়ের শ্রাদ্ধের কার্ডেই তিনি তাঁর প্রতিবাদ জানিয়েছেন ।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
RG Kar Protest: প্রতিবাদের রেশ শ্রাদ্ধানুষ্ঠানেও! মায়ের শ্রাদ্ধের কার্ডে এ কী লিখলেন ছেলে! ভাইরাল ছবি
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement