North Dinajpur News: পুজোর আগেই এ ই ডি আলোতে মুড়ছে রায়গঞ্জের রাস্তা

Last Updated:

লক্ষ টাকা ব্যয়ে পুজোর আগে রায়গঞ্জ শহরের রাস্তাকে এল ই ডি আলোয় আলোকিত করা হচ্ছে।

রায়গঞ্জের রাস্তায় এ ই ডি বাতিস্তম্ভ
রায়গঞ্জের রাস্তায় এ ই ডি বাতিস্তম্ভ
উত্তর দিনাজপুর: দুর্গাপুজো উপলক্ষে গোটা শহরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিল পুরসভা। পুজোর আগেই পুরো শহর এলইডি লাইটে মুড়ে ফেলা হচ্ছে। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানান পুজোর আগে রায়গঞ্জ শহর হবে টিউব লাইট মুক্ত ও এলইডি লাইট যুক্ত। সেই কথা মতই শহর জুড়ে বসছে এলইডি লাইট। মূলত শহরের সৌন্দর্য্যয়ন এর পাশাপাশি বিদ্যুতের খরচে রাশ টানতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে পুরসভার তরফে । লক্ষ টাকা ব্যয়ে পুজোর আগে শহরকে আলোকিত করা হবে বলে জানা গিয়েছে।
রাতের শহরকে আলোকিত রাখতে শহরের বিভিন্ন রাস্তাতে বাতি লাগিয়েছে পুরসভা। সময়ের সঙ্গে সঙ্গে শহরে এই বাতি স্তম্ভের সংখ্যা বেড়েছে। পুরসভা সূত্রে খবর, এই সমস্ত রাস্তায় টিউবলাইট বাতি স্তম্ভ বসানো হয়েছিল। টিউব লাইট জ্বালাতে বিদ্যুতের খরচ অনেকটাই বেশি হচ্ছে। প্রত্যেকটি পোস্টে ৬০ ওয়াটের টিউব জ্বলে। তাই পুজোর আগে শহরের বিভিন্ন জায়গায় এলইডি লাইট বসানো ব্যবস্থা করা হচ্ছে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, রায়গঞ্জ শহরে আপাতত ২০০ টি এলইডি লাইট বসানো হবে। এর জেরে কম খরচের পাশাপাশি উজ্জ্বল আলোয় আলোকিত হবে রায়গঞ্জের রাস্তা।
advertisement
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: পুজোর আগেই এ ই ডি আলোতে মুড়ছে রায়গঞ্জের রাস্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement