Banana Farming: জি ৯ ছেড়ে এবার পটল কলা চাষ করুন! অল্প দিনেই মিলবে মোটা অঙ্কের লাভ
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
Last Updated:
পটলের মতই সাইজের হয় নাম তাই পটল কলা
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে গ্রামেগঞ্জে কলার বিভিন্ন জাতের চাষ করে থাকেন এখানকার কৃষকরা। সবথেকে বেশি এই জেলায় মানিক,জি৯,সবরি,চাঁপাসহ বিভিন্ন জাতের কলার চাষ করা হয়। তবে এই প্রথম ইউটিউব দেখে পটল কলা চাষ। এই জাতের কলা চাষ করছেন উত্তর দিনাজপুরের মনোহরপুর গ্রামের কৃষক রিন্টু দেবশর্মা।
রিন্টু দেবশর্মা জানান’মোবাইলে দেখে অনলাইন থেকে এই কলার চারার অর্ডার দিয়েছিলাম বছর খানিক আগে। অন্যান্য কলা থেকে এই পটল কলায় তাড়াতাড়ি ফলন হয়। এছাড়াও এই কলায় রোগ আক্রমণের পরিমাণ কম। অন্যান্য কলা যেখানে ১০ থেকে ১২ মাসে পরিপক্ব হয়। এই পটল কলা ৮/৯ মাসের মধ্যেই পরিপক্ক হয়ে যায়’।
advertisement
advertisement
রিন্টু দেবশর্মা জানান অনেকটা পটলের মতই সাইজের হয় এই কলা গুলো। রিন্টু বাবু গত বছর জানুয়ারি মাসে এই কলাগাছ গুলো লাগিয়েছিলেন তার জমিতে। প্রায় নয় মাস লাগে এই পটল জাতের কলা পরিপক্ক হতে। এছাড়াও এই জাতের কলায় একটি গাছে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ কেজি কলা পাওয়া যায়।অধিক লাভের আশায় পরীক্ষামূলকভাবে অন্যান্য কলা চাষ ছেড়ে পটল কলার চাষ শুরু করেছেন কৃষক রিন্টু দেবশর্মা।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 2:20 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Banana Farming: জি ৯ ছেড়ে এবার পটল কলা চাষ করুন! অল্প দিনেই মিলবে মোটা অঙ্কের লাভ