Crime News: বাঁশ দিয়ে পিটিয়ে কাকাকে 'খুন' ভাইপোর, হাড়হিম করা ঘটনায় আতঙ্ক এলাকাবাসীর
- Reported by:CHANCHAL MODAK
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Crime News: নিজের কাকা কে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে,তদন্ত শুরু করেছে পুলিশ ।
উত্তর দিনাজপুর: নিজের কাকাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সমসপুর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম গুল মহম্মদ। বয়স আনুমানিক (৭২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় তসকির আলম নামে এক ব্যক্তি তার নিজের কাকাকে পিছন দিক থেকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় গুল মহম্মদ নামে ওই ব্যক্তির। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি অভিযুক্ত তাসকির আলম দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তার চিকিৎসাও চলছিল। অনেকটাই সুস্থ হয়ে উঠেন তিনি। সন্ধ্যায় বাইরে কাজ করছিলেন গুল মহম্মদ। তখন একটি বাঁশ দিয়ে তাসকির আলম তার কাকার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় গুল মহম্মদের।
advertisement
আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার পর এখনও নিখোঁজ কাছের মানুষেরা! পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা ওড়িশা সরকারের
advertisement
তবে আচমকা এই ঘটনায় হতবাক হয়ে পড়েন স্হানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ডালখোলা SDPO সৌম্যনন্দ সরকার ও চাকুলিয়া থানার আই সি পিনাকী সরকার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় অভিযুক্ত ভাইপো তাসকির আলমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
চঞ্চল মোদক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 17, 2023 4:17 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Crime News: বাঁশ দিয়ে পিটিয়ে কাকাকে 'খুন' ভাইপোর, হাড়হিম করা ঘটনায় আতঙ্ক এলাকাবাসীর








