তেল চুরি হয় সকলেই জানে, তা বলে এভাবে বুর্বাক বানিয়ে চুরি!
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
North Dinajpur News: ঘুমন্ত চালকের গাড়ি থেকে তেল চুরির ঘটনায় শোরগোল এলাকাজুড়ে
করণদীঘি: এবার ঘুমন্ত চালকের গাড়ি থেকে তেল চুরির ঘটনায় শোরগোল এলাকা জুড়ে। জানা যাচ্ছে রাতে পেট্রোল পাম্পে ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়েছিলেন ট্রাক চালক । সকালে ঘুম ভাঙতেই হতবাক হয়ে পড়লেন তিনি! চালক দেখেন, ট্রাকের জ্বালানি ট্যাঙ্কের ঢাকনা খোলা।
চুরি সমস্ত তেল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার তিতপুকুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, একই রাতে পরপর দুটি ট্রাক থেকে প্রায় ৫০০ লিটার তেল চুরি হয়েছে।
আরও পড়ুন – Orange Alert: প্রবল বৃষ্টিতে তোলপাড় বঙ্গজীবন, ঝোড়ো হাওয়া থেকে বজ্রপাত কপালে ঠিক কী কী
advertisement
advertisement
বর্ধমান থেকে পণ্য বোঝাই করে শিলিগুড়ি হয়ে ফের বর্ধমানে ফিরছিল একটি ট্রাক। তিতপুকুর এলাকার একটি পেট্রোল পাম্পে ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েছিলেন চালক। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, ট্রাকের জ্বালানি ট্যাংকের ঢাকনা খোলা। সেখান থেকে তেল উধাও।
আরও দেখুন
ওই পেট্রোল পাম্পে অপর আরও একটি ট্রাকের তেলও চুরি হয়েছে বলে জানা গিয়েছে। পেট্রোল পাম্পে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা যায়, একটা গাড়ি থেকে তিনজন নেমে তেল চুরি করে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি খতিয়ে দেখছে করণদিঘি থানার পুলিশ।
advertisement
Piya Gupta
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 4:09 PM IST










