Child Prodigy: বিস্ময়প্রতিভা! মাত্র ৭ বছর বয়সেই বিরল রেকর্ডের অধিকারী খুদে অমৃতা
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Child Prodigy: সাত বছরের অমৃতার ছোট থেকেই নাচ, গান, অঙ্কন, আবৃত্তি, ক্যারাটে সবকিছুতেই সমান তালে পারদর্শী।
পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: বয়স মাত্র সাত বছর। সেই বয়সেই বহু প্রতিভার অধিকারী অমৃতা মোদক। আবৃত্তি, নাচ ,গান, অঙ্কন, ক্যারাটে-সহ একাধিক বিষয়ে পারদর্শী কালিয়াগঞ্জ এর সাত বছরের অমৃতা। অসাধারণ প্রতিভার নিরিখে ঝড় তুলে একের পর এক বিরল রেকর্ডের অধিকারী হয়েছে অমৃতা।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর হাসপাতাল পাড়ার বাসিন্দা অমৃতা মোদক । ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলে ক্লাস টু এর ছাত্রী সে।
আবৃত্তি, নাচ, গান , অঙ্কন এবং ক্যারাটে প্রতিযোগিতায় জেলা, রাজ্য, ও জাতীয় প্রতিযোগিতাতে অসাধারণ কৃতিত্ব অর্জন করে এক বছরের মধ্যে ২০৭ টি পুরস্কার ছিনিয়ে আনার সুবাদে এক অনবদ্য রেকর্ড সৃষ্টি করেছে। যার ফলস্বরূপ ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, কালাম বুক অফ রেকর্ড, ম্যাজিক বুক অফ রেকর্ড, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড সহ বিভিন্ন বিশ্ব রেকর্ডের অধিকারী হয়েছে অমৃতা।
advertisement
advertisement
সাত বছরের অমৃতার ছোট থেকেই নাচ, গান, অঙ্কন, আবৃত্তি, ক্যারাটে সবকিছুতেই সমান তালে পারদর্শী। অমৃতা জানায় পড়াশুনোর ফাঁকে ফাঁকে সে নাচ, গান ,আবৃত্তি, অঙ্কন ও ক্যারাটে শেখে। অল্প বয়স থেকেই বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অমৃতা। অমৃতার সব থেকে বেশি ভাল লাগে নাচ করতে। ছোট্ট অমৃতার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া। অন্যদিকে অমৃতার বাবা অনুপ কুমার মোদক জানান তাঁর মেয়ের অসাধারণ কৃতিত্বের জন্য তিনি গর্বিত। অন্যদিকে অমৃতার মা মৌটুসী কুন্ডু জানান সন্তানের এই কৃতিত্বে তিনি ভীষণ খুশি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 19, 2023 5:55 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Child Prodigy: বিস্ময়প্রতিভা! মাত্র ৭ বছর বয়সেই বিরল রেকর্ডের অধিকারী খুদে অমৃতা









