North Dinajpur News: মাটি পরীক্ষায় কর্ণজোড়ার মৃত্তিকা গবেষণাগারের বড় সাফল্য! মিলল বিশ্বমানের খ্যাতি
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
মাটি পরীক্ষায় বড় সাফল্য জেলার। কর্ণজোড়ার মৃত্তিকা গবেষণাগার পেল বিশ্বমানের খ্যতি। খুশি জেলার মানুষ।
উত্তর দিনাজপুর: রাজ্যে এই প্রথম মাটি পরীক্ষায় বিশ্বমানের খ্যাতি অর্জন করল উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার মৃত্তিকা গবেষণাগার। ভারত সরকারের কোয়ালিটি কন্ট্রোল অফ ইন্ডিয়া দফতরের তরফে রাজ্যের মধ্যে প্রথম এমন স্বীকৃতি পেল কর্ণজোড়ায় অবস্থিত মাটি পরীক্ষাগার। জানা যায়,গত বছর গৌড়বঙ্গের ৩ জেলার ১৬৫০০ স্যাম্পল টেস্ট করার পর এই বছর ২১ হাজার ধরনের মাটির সঠিক পরীক্ষা করে এই ল্যাব।
জেলা মৃত্তিকা রসায়নবিদ ডঃ সুব্রত ঘোষাল বলেন, ‘এই সার্টিফিকেট প্রমাণ করল আমাদের রিপোর্ট বিশ্বমানের। এখন থেকে এই রিপোর্ট নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। ভারত সরকার খুব কম ল্যাবরেটরিকে এমন স্বীকৃতি দেয়৷ উচ্চমানের প্যাথলজিক্যাল ল্যাবগুলো এই স্বীকৃতি পায়। এবার উত্তর-পূর্ব ভারতের মধ্যে আমরা এটা পেলাম। এর কৃতিত্ব পরীক্ষাগারের সকল কর্মী থেকে পূর্বতন ও বর্তমান আধিকারিকদের।’
advertisement
আরও পড়ুন:বর্ষায় মাছ-চিকেন সপ্তাহে কোনটা ক’দিন? পুষ্টি মিললেও সংক্রমণ হবে না তো? বিশেষজ্ঞের পরামর্শ মানুন
advertisement
মৃত্তিকা পরীক্ষার পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত তথ্যের যোগান, স্টাফদের সুরক্ষা, তাঁদের প্রশিক্ষণ, আভ্যন্তরীণ কোয়ালিটি কন্ট্রোল, অডিট, প্রশিক্ষিত স্টাফ, ল্যাবের পরিষ্কার পরিচ্ছন্নতা, কাচের যন্ত্রপাতি, উপযুক্ত পরিকাঠামো ও নিখুঁত গবেষণার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয়েছে ওই সংস্থার তরফে। ২৯ জুলাই থেকে আগামী ৩ বছর পর্যন্ত এই স্বীকৃতি বৈধ থাকবে। পরবর্তী পর্যায়ে তার এক্সটেনশন হতে পারে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 4:50 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: মাটি পরীক্ষায় কর্ণজোড়ার মৃত্তিকা গবেষণাগারের বড় সাফল্য! মিলল বিশ্বমানের খ্যাতি


