North Dinajpur News: পাচারের আগেই উদ্ধার ৩০টি মোষ! তবে কী পশু পাচারের ট্রানজিট পয়েন্ট এখন ইসলামপুর?

Last Updated:

North Dinajpur News: ইসলামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর ৩১ নং জাতীয় সড়ক থেকে ১৬ চাকার গাড়ি আটক করে।

পশু পাচারের অভিযোগ
পশু পাচারের অভিযোগ
ইসলামপুর: গোপন সূত্রে খবরের ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুলিশের তৎপরতায় পাচারের আগেই উদ্ধার হল ৩০ টি মোষ। জানা যায় ইসলামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর ৩১ নং জাতীয় সড়ক থেকে ১৬ চাকার গাড়ি আটক করে । সেই গাড়িতে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল মোষ গুলোকে।
তারপর গাড়িতেতল্লাশি চালানোর পর ৩০ টি মোষ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানাযর পুলিশ । যদিও ধৃত দের নাম জানা যায়নি।ধৃত দুই ব্যক্তিকে ১৪ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।মোষগুলোকে ইসলামপুর পশু খোঁয়াড়ে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন - শুষ্ক গরম, কলকাতায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, শহর পুড়ছে ৩৮ ডিগ্রিতে, বাঁকুড়ায় প্রায় ৪০
এই ব্যাপারে পশু খোঁয়াড়ের সুপারভাইজার মোহাম্মদ আলম জানায় ইসলামপুর থানার পুলিশ এই মোষগুলোকে খোঁয়াড়ে জমা রেখেছে। সর্বমোট ৩০ টি মোষ উদ্ধার হয়েছে।
উল্লেখ্য গরু, মোষ ও উট পাচারের ট্রানজিট পয়েন্ট এখন ইসলামপুর। ‌এমন‌ই অভিযোগ।একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ। আবার এক পাশে বিহার। বেআইনি পাচার কাণ্ডে প্রায় দিনই শিরনামে উঠে আসে ইসলামপুর এর নাম।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: পাচারের আগেই উদ্ধার ৩০টি মোষ! তবে কী পশু পাচারের ট্রানজিট পয়েন্ট এখন ইসলামপুর?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement