North Dinajpur News: স্কুলছুট পড়ুয়া টানতে অভিনব উদ্যোগ! রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনেই চলছে ক্লাস!
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
স্কুল তো নয় যেন আস্ত একটি ট্রেন। উত্তর দিনাজপুরে এই রাধিকাপুর এক্সপ্রেসেই চলছে লেখাপড়া। কমছে স্কুলছুটের সংখ্যাও।
উত্তর দিনাজপুর: দূর থেকে দেখলে মনে হবে আস্ত একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে কোন রেল স্টেশনের প্লাটফর্মে। কিন্তু কাছে গেলে দেখা যাবে সেটা স্কুল। এবার স্কুলছুট পড়ুয়াদের টানতে অভিনব প্রয়াস দেখা গেল কালিয়াগঞ্জ এর ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ে। যেখানে রয়েছে ট্রেনের নম্বর থেকে আরম্ভ করে ট্রেনের ইঞ্জিন পর্যন্ত। যদিওবা সেটা রং তুলির মাধ্যমে ঘরগুলিকে আস্ত ট্রেনের চেহারা দেওয়া হয়েছে।
কিন্তু দূর থেকে দেখলে বোঝাই যাবে না এটি ট্রেন না কোন স্কুল। এবার সেই মডেল ট্রেনে চেপে স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিচ্ছে স্কুলের মাস্টারমশাইরা। যা সম্ভবত একটু আর পাঁচটা স্কুলের থেকে একে বারেই আলাদা রকমভাবে। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল জানান, যেহেতু রাধিকাপুর এক্সপ্রেস জেলার গর্ব। তাই এবার সেই ট্রেনের গুরুত্ব ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরতে অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
advertisement
তিনি বলেন এখন বাচ্চাদের নানান রকম কৌশল অবলম্বন করে স্কুলমুখী করার প্রয়াস নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক বলেন যেদিন থেকে রাধিকাপুর এক্সপ্রেস স্কুলে করা হয়েছে, সেদিন থেকেই স্কুলে বাচ্চাদের উপস্থিতির হারও বেড়ে গিয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 5:41 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: স্কুলছুট পড়ুয়া টানতে অভিনব উদ্যোগ! রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনেই চলছে ক্লাস!
