Indian Railways: ভারতীয় রেলের আরেকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনে ভিস্তাডোম কোচ, দারুণ এই পরিষেবা কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Indian Railways: ভারতীয় রেলের উদ্যোগে এবার রাধিকাপুর-হাওড়া লাইনে ভিস্তাডোম কোচ।
উত্তর দিনাজপুর: পুজোর আগে নিঃসন্দেহে বড় প্রাপ্তি পেল উত্তর দিনাজপুরবাসীরা। ভারতীয় রেলের উদ্যোগে এবার রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে ভিস্তাডোম কোচ। বিরাট কাঁচের জানালা। তার পাশে বসে দেখবেন বাইরের দৃশ্য।
কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না যাত্রীরা। ভাবুন তো বাইরে ঝিরি-ঝিরি বৃষ্টি। আর আপনি কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচে চেপে রয়েছেন। তাতে করেই আপনি হাওড়া আসছেন। অত্যন্ত সুখের অভিজ্ঞতা। গত ৩ জুলাই থেকে কুলিক এক্সপ্রেসের সঙ্গে জুড়ছে এই ভিস্তাডোম কোচ। এবার রেল সফরের মজাই আলাদা। সেই ছোট ছোট জানালা। ভেতরে একেবারে দমবন্ধ করা অবস্থা। সেসব দিন আজ অতীত। এবার একেবারে আরামদায়ক চেয়ারে বসে রেলসফর।
advertisement
আরও পড়ুন: মণিপুরের ভিডিও দেখে কেঁপে উঠলেন অক্ষয় কুমার, কঠিন শাস্তির দাবিতে প্রথম মুখ খুললেন ট্যুইটারে
অত্যাধুনিক নানা সুবিধাও থাকছে এই ভিস্তাডোম কোচগুলিতে। জানা যায়, হাওড়া থেকে সম্প্রতি ভিস্তাডোম কোচ চালু হয়েছে। রাধিকাপুর থেকে হাওড়াগামী যে ট্রেন চলছে তাতে চালু হয়েছে এই ভিস্তাডোম কোচ । পর্যকদের কাছে রেলযাত্রাকে আরও সুখকর করার জন্য ভারতীয় রেলের এই নয়া উদ্যোগ। রাধিকাপুর হাওড়া এক্সপ্রেসে চড়ে একেবারে প্যানারমিক ভিউ দেখা যাবে।
advertisement
advertisement
ট্রেনের মধ্য়েই থাকছে ওয়াইফাই। ছাদের অংশও মোড়া থাকবে কাচে। যার মাধ্যমে ট্রেনে বসেই দেখুন আকাশ। একেবারে অন্যরকম অভিজ্ঞতা ইতিমধ্যেই এই ট্রেনযাত্রা পর্যটকদের কাছে আকর্ষণের অন্য়তম কেন্দ্রবিন্দু। এবার রায়গঞ্জের বাসিন্দারা ও রাধিকাপুর থেকে হাওড়া ও হাওড়া থেকে রাধিকাপুরগামী কুলিক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এবার ভিস্তাডোম কোচ এ চেপে ভ্রমণ করছে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 5:23 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Indian Railways: ভারতীয় রেলের আরেকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনে ভিস্তাডোম কোচ, দারুণ এই পরিষেবা কোথায়?