Mehendi: সামান্য উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন কেমিক্যাল মুক্ত খাঁটি মেহেন্দি, জানুন কীভাবে?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Mehendi: বাজার থেকে কেনা মেহেন্দি না পড়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন কেমিক্যাল মুক্ত খাঁটি মেহেন্দি । তেজপাতা এবং চা দিয়ে খুব সহজ পদ্ধতিতেই মেহেন্দি বানিয়ে ফেলা সম্ভব।
উত্তর দিনাজপুর: শীত পড়তেই বিয়ের মরশুম শুরু! আর বিয়ে হোক কিংবা পুজো শুভ অনুষ্ঠানে মেয়েদের মেহেন্দি পড়ার একটি রীতি প্রচলিত রয়েছে। বিয়ের সাজগোজের অন্যতম অংশই হল এই মেহেন্দি । কেবল হাত নয় আজকাল পায়েও মেহেন্দি করার চল রয়েছে। কিন্তু এখন মেহেন্দি মানেই তা কেমিক্যালে ভর্তি।
মেহেন্দির রং ধরে রাখতে ব্যবহার করা হয় নানা রকমের রাসায়নিক, যা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই বাজার থেকে কেনা মেহেন্দি না পড়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন কেমিক্যাল মুক্ত খাঁটি মেহেন্দি । তেজপাতা এবং চা দিয়ে খুব সহজ পদ্ধতিতেই মেহেন্দি বানিয়ে ফেলা সম্ভব। আর এই মেহেন্দি হাতের পাশাপাশি আপনি চুলে রং করার কাজেও ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন- আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা, কে তিনি?
বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান, ঘরোয়া পদ্ধতিতে মেহেন্দি বানাতে প্রথমে ২ কাপ জলে ৪-৫টি তেজপাতা ফেলে ভাল করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে অর্ধেক হয়ে এলে তাতে মিশিয়ে দিতে হবে দু’চামচ চা পাতা। এরপর মিশ্রণটিকে আরও কিছুক্ষন ফোটাতে হবে।
advertisement
এরপর একটি পাত্রে মেহেন্দির গুঁড়ো নিয়ে তার সঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে চিনির গুঁড়ো। চিনি আর মেহেন্দি গুঁড়ো মিশে গেলে তাতে চা তেজপাতার জল অল্প করে মিশিয়ে ঘন করে গুলি নিতে হবে। এবার টিউবে ভরে হাত রাঙান মেহেন্দিতে। যেমন হবে রং, তেমনই খাঁটি এই মেহেন্দি। শুধু হাতেই নয় এই মেহেন্দি চুলে দিলেও নিমিষেই অসাধারণ কালার আসবে আপনার চুলে।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 8:19 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Mehendi: সামান্য উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন কেমিক্যাল মুক্ত খাঁটি মেহেন্দি, জানুন কীভাবে?