Health News: হাতের কাছে চিকিৎসা পেতে চালু হল সুস্বাস্থ্য কেন্দ্র! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Health News: ইসলামপুরের ৪ নম্বর, ৯ নম্বর ও বেশ কিছু ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে।
উত্তর দিনাজপুর: বহুদিনের দাবি অবশেষে মানা হল। হাসপাতাল থেকে যেসব এলাকা দুরে সেখানে একটি করে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে একটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হল। ইসলামপুর পৌরসভার পৌর পিতা কানাইলাল আগারওয়ালা বলেন এতদিন কমিউনিটি হলে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি চলত, বর্তমানে নিজস্ব ভবন তৈরি করা হয়েছে ৪ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকায়।
পৌরপিতা আরও জানান আগামী দিনে নয় নম্বর ওয়ার্ডেরও সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হবে। কাজ প্রায় শেষের দিকে। অসময়ে এলাকার মানুষের কোনও সমস্যা হলে, তাঁদের ছুটে যেতে হত হয় দুরে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল সেই সমস্যা মিটতে চলেছে।
advertisement
advertisement
ইসলামপুরের ৪ নম্বর,৯ নম্বর ও বেশ কিছু ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে।। উন্নত গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চার নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন হল। মহকুমা শাসক আব্দুল সাঈদজানান, প্রসূতি মায়েদের চিকিৎসা-সহ একাধিক ব্যবস্থা থাকবে এখানে। এলাকার বহু দিনের দাবি মেনে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠায় খুশি এলাকার সাধারণ মানুষেরা।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 9:05 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Health News: হাতের কাছে চিকিৎসা পেতে চালু হল সুস্বাস্থ্য কেন্দ্র! জানুন