G9 Banana: একটি গাছেই ৩০ কেজি কলা! জি-৯ কলা কী? বিরাট চমক! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
G9 Banana: জি- ৯ জাতের কলা চাষ করে অধিক লাভবান হওয়া যায়। জানুন
উত্তর দিনাজপুর: বর্তমানে অনেক কৃষকই অন্যান্য প্রজাতির কলা চাষ ছেড়ে জি- ৯ জাতের কলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এ জাতের কলার চারা উৎপাদিত হয় টিসু কালচারের মাধ্যমে।মানিক কলা কিংবা অন্যান্য জাতের কলা গাছে বছরে একবার কলা ধরে ও ফলন কম হয়,তবে জি- ৯ জাতের কলায় রোগ আক্রমণের পরিমাণ কম ও ফলন ও ভাল হয়। তাই এই জাতের কলা চাষ করতে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা। এই জি-৯ কলা চাষ ও এর পরিচর্যার নিয়ম সম্পর্কে কৃষক মলয় রায়চৌধুরী জানান জি৯ কলার একটি গাছ থেকে সর্বোচ্চ ৩০ কেজি বা ২২০-২৪০টি কলা পাওয়া যায়, যেখানে অন্যান্য কলার একটি গাছে প্রায় ৬০-১২০টি কলা পাওয়া যায় মাত্র। এ
ছাড়াওমানিক কলা কিংবা অন্যান্য জাতের কলাগাছে বছরে একবার কলা ধরে ও ফলন কম হয়তবে জি- ৯ জাতের কলায় রোগ আক্রমণের পরিমাণ কম হয় ও ফলন ও ভালো হয়।তাই এই জাতের কলা চাষ করে অধিক লাভবান হওয়া যায়।কৃষিবিদ মলয় রায়চৌধুরী জানানজি ৯ জাতের কলা ৮-৯ মাসের মধ্যে পাওয়া যায়, যেখানে অন্য জাতের কলা পেতে ১১-১৫ মাস অপেক্ষা করতে হয়।
advertisement
advertisement
এছাড়াও এই কলা চাষ মূলত সারা বছর করা হলেও এই কলা চাষে প্রচুর জলের প্রয়োজন হয় তাই বর্ষায় জুন, জুলাই, অগাস্ট মাসে এই কলা চাষ শুরু করা হয়। উঁচু জমি নির্বাচন করতে হয় এই কলা চাষের জন্য।এছাড়াও চারা রোপনের দুমাস পরে গাছের গোড়ায় এক ফুট দূরত্বে চারিদিকে ১০ থেকে ১২ কেজি পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট ইউরিয়া ,ফসফেট ,পটাশ প্রয়োগ করা হয়। এছাড়াও শীতের সময় তাপমাত্রার নিচে নেমে এলে গাছের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। সেই পরিস্থিতিতে রাতে সেচ দিতে হয়। শীতের সময় এই গাছগুলোকে একটু বেশি করে যত্ন করতে হয়।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 7:23 PM IST