Coromandel Express Train Accident: দুর্ঘটনার পর ওড়িশায় গিয়ে তন্নতন্ন করে খুঁজেও মেলেনি দেহ! কোথায় গেল ছেলে আনজারুল

Last Updated:

Coromandel Express Train Accident: আনজারুলের দাদা আতাউর রহমান কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ভাইয়ের দেহ খুঁজতে ওড়িশায় গিয়েছেন। কিন্তু দেহ খুঁজে পাওয়া যায়নি হাসপাতালে মর্গে।

প্রশাসনের কাছে আনজারুলের পরিবার
প্রশাসনের কাছে আনজারুলের পরিবার
করণদীঘি: করমণ্ডল দুর্ঘটনার পর থেকে এখনও অবধি খোঁজ নেই করণদিঘির আনজারুল হকের। উদ্বেগ ও দুঃশ্চিন্তা দানা বাঁধছেতাঁর পরিবারের। দুর্ঘটনার সাত দিন পরেও জানা যায়নি আনজারুলের বেঁচে আছে নাকি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। ফলে উৎকণ্ঠায় দিন কাটছে আনজারুলের পরিবারের। এদিন আনজারুলের খোঁজে তাঁর ছবি দিয়ে ব্যানার বানিয়ে করণদিঘি ব্লক অফিসে যান পরিবারের সদস্যরা। সঙ্গে ছিলেন তাঁর প্রতিবেশীরাও।
আনজারুলের বিষয়টি তাঁরা প্রশাসনের নজরে এনেছেন। আনজারুলের প্রতিবেশী বলেন, সোমবার একটি দেহকে তাঁরা আনজারুলের বলে শনাক্ত করেছিলেন। কিন্তু পরে তা নিয়ে দুই পরিবারের মধ্যে টানাটানির পরে যথাযথ প্রমাণ দিয়ে দেহ নিয়ে যায় হাওড়ার একটি পরিবার। প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় দেহ ছেড়ে দিতে হয় আনজারুলের পরিবারকে।
advertisement
advertisement
আনজারুলের দাদা আতাউর রহমান কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ভাইয়ের দেহ খুঁজতে ওড়িশায় গিয়েছেন। কিন্তু দেহ খুঁজে পাওয়া যায়নি হাসপাতালে মর্গে। এরই মধ্যে খবর ছড়িয়েছে, অনেক পরিবারই তাঁদের প্রিয়জনের দেহ পাচ্ছেন না। বরং অনেককে অন্যের দেহ দিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই উদ্বেগ ও দুঃশ্চিন্তা দানা বেঁধেছে আনজারুলের পরিবারের সদস্যদের মধ্যে। তাঁরা চাইছেন দ্রুত আনজারুলের সন্ধান করুক প্রশাসন। ঘটনার পর ৮ দিন কেটে গেলেও স্বামীর খোঁজ না পেয়ে ছোট ছেলে রিয়াজকে কোলে নিয়ে বাকি দুই ছেলে আবুজার ও আলহাজকে পাশে বসিয়ে অবিরাম কেঁদে চলেছেন আনজারুলের স্ত্রী সৃনারা বিবি। কবে ফিরবে ঘরের ছেলে?
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Coromandel Express Train Accident: দুর্ঘটনার পর ওড়িশায় গিয়ে তন্নতন্ন করে খুঁজেও মেলেনি দেহ! কোথায় গেল ছেলে আনজারুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement