Uttar Dinajpur News: জল নিকাশি ব্যবস্থা নেই! গত একমাস ধরে এক কোমর জলের মধ্যেই যাতায়াত
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থা। রাস্তার উপর জমে রয়েছে এক কোমর জল। বাধ্য হয়ে তার মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের।
উত্তর দিনাজপুর: বৃষ্টির কারণে জলে থৈ থৈ অবস্থা চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ধন্দুগছ গ্রামের একাধিক এলাকার। জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে গত একমাস ধরে এক কোমর জলের মধ্যে দিয়ে যাতাযাত করতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। নিকাশি নালার জলের সঙ্গে উঠে এসেছে আবর্জনা। পরিস্থিতি দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে।
জমা জলের কারণে বাড়ছে মশার উৎপাত। অজানা জ্বরে প্রায় দিনই আক্রান্ত হচ্ছে এলাকার বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কোনও সমাধান সূত্র বের না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ধন্দুগছ গ্রামের বাসিন্দারা।
advertisement
তাদের অভিযোগ বর্ষার জল যে স্থান থেকে বেরোনোর কথা সেই জায়গায় দেওয়াল তুলে দেওয়ার জন্যেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একমাস ধরে কোমর জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে নাজেহাল গ্রামের বাসিন্দারা। জমা জলের কারণে বাড়ছে মশার উৎপাত।
advertisement
সেই সঙ্গে প্রায়শই অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে ওই এলাকার বাসিন্দারা। এই সমস্যা নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়ে মিলেছে শুধু প্রত্যাশা। জলের সমস্যা কবে সমাধান হবে সেই আশায় রয়েছে গ্রামের বাসিন্দারা।
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 15, 2023 6:54 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: জল নিকাশি ব্যবস্থা নেই! গত একমাস ধরে এক কোমর জলের মধ্যেই যাতায়াত









