Higher Secondary Result 2023: উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান! বাবার পেশা শুনলে চমকে উঠবেন, চোখে জল আনবে আবু সামার গল্প

Last Updated:

Higher Secondary Result 2023: কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে। এই সাফল্যের জন্য বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আবু সানা জানান আগামী দিনে তার ইচ্ছা ইউপিএসসি পরীক্ষায় বসে ভাল ফলাফল করার

+
আবু

আবু সামা 

চাকুলিয়া: দিনমজুর পরিবারের ছেলে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকার করে তাক লাগিয়ে দিলেন গোটা রাজ্যে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের নিশিনদাড়া গ্রামের বাসিন্দা আবু সামা এবারে রাজ্যে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন৷ আবু সামা রামকৃষ্ণপুর PGDM স্কুলের ছাত্র। আবু সামার স্বপ্ন উচ্চ শিক্ষিত হয়ে IPS অফিসার হতে চান। এলাকার জন্য কিছু করতে চান।
আবু সামার বাবা জসিরুদ্দিন দিনমজুরি কাজ করে সংসার চালান। আর্থিক অবস্থা ভাল না থাকার কারণে ছেলের জন্য কোনও গৃহশিক্ষক রাখতে পারেননি তিনি। কিন্তু ছেলের এত ভাল ফলে খুশি আবু সামার বাবা-মা। আগামীদিনে ছেলের পড়াশোনার জন্য আরও পরিশ্রম করবেন বলে জানিয়েছেন আবু সামার বাবা।
তাঁর বাড়িতে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ চাইছে খুবই দরিদ্র পরিবারের ছেলে আবু সামা। তার সাফল্যে এলাকার মানুষ বেশ গর্বিত। উচ্চ শিক্ষার জন্য রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
২৪ শে মে বুধবার প্রকাশিত হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল।উত্তর দিনাজপুর জেলার কানকি প্রমোদ দাসগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র আবু সামা উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজ্যে। তিনি যাতে মানুষের মতো মানুষ হতে পারেন, এই কামনা করেছে বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সিনহা। আবু সানা জানিয়েছেন, পরীক্ষার আগে সে ৮ থেকে ৯ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। তাঁর প্রথম থেকে ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার কিন্তু অর্থের অভাবের জন্য সেটা আর হয়ে ওঠেনি। কোনও গৃহশিক্ষক ছাড়াই এই সাফল্য অর্জন করতে পেরেছে। সে জানায় তার ইচ্ছে ছিল প্রথম হওয়ার কিন্তু সে হতে পারেনি। তবে যেটা হতে পেরেছে তাতে সে ভীষণখুশি।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Higher Secondary Result 2023: উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান! বাবার পেশা শুনলে চমকে উঠবেন, চোখে জল আনবে আবু সামার গল্প
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement