North Dinajpur News: কেমিক্যাল রঙ তছনছ করে দিতে পারে ত্বক.... দোল খেলার আগে মেনে চলুন এই কিছু বিষয়ে! নইলে স্কিনের বাজবে বারোটা

Last Updated:

এছাড়া রং খেলার আগে অবশ্যই মুখে ময়শ্চারাইজার মেখে নিন। ময়েশ্চারাইজারের পাশাপাশি সানস্ক্রিম দিতে কিন্তু ভুলবেন না। এদিন ঢাকা পোশাক শরীরে পড়ুন। এবং রং খেলার পর অবশ্যই তাড়াতাড়ি সেই রং ত্বক থেকে ধুয়ে ফেলুন।

রং উৎসব 
রং উৎসব 
উত্তর দিনাজপুর: দোলের সময় ত্বকের যত্ন না নিলেই বিপদ। তাই রং খেলার আগে কীভাবে ত্বকের যত্ন নেবেন কী বলছেন চিকিৎসক শুনুন। দোল মানেই রং খেলা। সারা বছরে এই দিনটির জন্যই অনেকেই অপেক্ষায় থাকেন। কিন্তু বাজার থেকে কেনা ফিরে মারাত্মক রাসায়নিক থাকে। এই রংগুলো ত্বকের ভীষণভাবে ক্ষতিও করে।
আবির খেলার পর চুলকানি, ব্রণ ইত্যাদি দেখা যায় স্ক্রিনে। এমনকি, চোখেও সমস্যা দেখা দিতে পারে। কিন্তু রং খেলায় কি রং না মেখে থাকা যায়? তাই এই সময় অবশ্যই চিকিৎসকের মতে কিছু নিয়ম মেনে চলুন। চিকিৎসক সুস্মিতা দে জানান, হোলি খেলার আগে অবশ্যই ভেষজ রং ব্যবহার করুন। বাজারে আবিরের থেকেও সামান্য বেশি দামের ভেষজ আবীর পাওয়া যায়। যা ত্বকের কোন ক্ষতি করে না।
advertisement
আরও পড়ুন: বুলেট ট্রেনের ভাড়া কত হচ্ছে জানেন?…শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে! কতদূর পর্যন্ত এগিয়েছে কাজ, সবই বিস্তারিত জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
এছাড়া রং খেলার আগে অবশ্যই মুখে ময়শ্চারাইজার মেখে নিন। ময়েশ্চারাইজারের পাশাপাশি সানস্ক্রিম দিতে কিন্তু ভুলবেন না। এদিন ঢাকা পোশাক শরীরে পড়ুন। এবং রং খেলার পর অবশ্যই তাড়াতাড়ি সেই রং ত্বক থেকে ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
আরও পড়ুন: অবৈধ প্রমোটিং-এ গার্ডেনরিচকেও ছাড়িয়ে যেতে পারে বেলেঘাটা! হেলে পড়ে ঠেকে গিয়েছে দু’টো বিল্ডিংয়ের মাথা, বীভৎস অবস্থা
শুধু তাই নয় দোলের আনন্দ উপভোগ করার পাশাপাশি শরীরকে হাইড্রেট রাখা অত্যন্ত জরুরি। তাই এই সময় পর্যাপ্ত জল পান করুন শরীর ডি-হাইড্রেট হয়ে যেতেই পারে। তাই দোল খেলার আগে এই কিছু কিছু জিনিস মাথায় রাখুন তবেই স্কিন ভালো থাকবে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: কেমিক্যাল রঙ তছনছ করে দিতে পারে ত্বক.... দোল খেলার আগে মেনে চলুন এই কিছু বিষয়ে! নইলে স্কিনের বাজবে বারোটা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement