Durga Puja 2023: জামাকাপড়ের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় জুতোর দোকানেও, কোন জুতো কেনার হিড়িক?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
পুজোতে প্রত্যেক মেয়েরাই চায় আরামদায়ক ও নিত্য নতুন জুতোর কালেকশন।
উত্তর দিনাজপুর: দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় আর তার পাশাপাশি মানানসই রকমারি জুতোর কালেকশন। কিন্তু পুজোতে প্রত্যেকেই চায় আরামদায়ক ও নিত্য নতুন জুতো কিনতে। আবার পোশাকের সঙ্গে মানানসই জুতোও চাই। উত্তর দিনাজপুরের বিখ্যাত হ্যাপি টু ফুটওয়ার শোরুমের কর্ণধার পূজা ভাটলা জানান, এবার পুজোয় মেয়েদের জন্য লেটেস্ট ট্রেন্ডিং কিছু কালেকশন এসেছে।
যার মধ্যে অন্যতম হল জুতি বা মজারি। বিভিন্ন ধরনের ইন্দো- ওয়েস্টার্ন কুর্তির কিংবা শাড়ির সঙ্গে এই জুতো গুলো এখন বেশ মানানসই। এছাড়াও জুতো গুলো বিভিন্ন ধরনের কারুকার্য করা যা তরুণ প্রজন্মের মেয়েদের কাছে বেশ আকর্ষণীয়।
যে সমস্ত মহিলারা একটু বেঁটে তাদের জন্য প্রতিবারের মতো এবারও রয়েছে বিভিন্ন ধরনের পেন্সিল হিলের কালেকশন। যা পড়লে বেশ লম্বা দেখাবে সকলকে।
advertisement
advertisement
ভি- শেপ ডিজাইনের স্যান্ডেলঘুলি বেশ ক্লাসিক লুক দেয়। বিভিন্ন ধরনের শুট কিংবা শাড়ির সঙ্গে এই স্যান্ডেল গুলো বেশ মানানসই। এ ধরনের স্যান্ডেল গুলোর দাম ২০০ থেকে ১২০০ টাকার মধ্যে। আনুষ্ঠানিক পোশাক থেকে ঐতিহ্যবাহী পোশাক সব ধরনের পোশাকে ই এই ধরনের স্যান্ডেলগুলো বেশ সুন্দর দেখায়।
পুজোর বাজার করতে আসাএক ক্রেতা পূজা ঝাঁ জানান এবার পুজোয় ট্রেন্ডিং বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে বাজারে। তবে সব থেকে বেশি আকর্ষণীয় জুতি অর্থাৎ মজারি যা শাড়ি কিংবা সালোয়ার সব ধরনের পোশাকের সঙ্গে বেশ মানানসই।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 2:32 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Durga Puja 2023: জামাকাপড়ের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় জুতোর দোকানেও, কোন জুতো কেনার হিড়িক?