Centipedes: বর্ষায় বাড়িতে বিছের উৎপাত? কীভাবে বিছে তাড়াবেন? রইল অব্যর্থ টিপস
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বিছে কানে ঢুকলে বা কামড়ালে সর্বনাশ! বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ফল হতে পারে মারাত্মক! এই কয়েকটা সহজ উপায়ে বাড়ি থেকে দূর করুন বিছে!
উত্তর দিনাজপুর: বর্ষাকালে বাড়িতে বিছের উৎপাত বেড়েছে? বাথরুম কিংবা বিছানায় হঠাৎ করেই দেখা মিলছে তেঁতুল বিছের? সাবধান! বাড়িতে ছোট বাচ্চা থাকলে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন । যে-কোনও মুহূর্তে বাচ্চার কান কিংবা শরীরের অন্য অংশে কামড়ে দিতে পারে এই বিছে।
যদিও এই বিছের কামড় তেমন প্রাণঘাতী নয়। তবে কানে ঢুকলে মারাত্মক বিপদ। কীভাবে মুক্তি পাবেন বিছের হাত থেকে? বাড়ি থেকে বিছে তাড়ানোর টিপস দিলেন গৃহবধূ সাধনা চক্রবর্তী। তিনি জানান, বিষধর তেঁতুল বিছে মূলত বাড়ির ফাঁকফোকরে আশ্রয় নেয়। তাই প্রথমে সেই জায়গাগুলো বন্ধ করে দিতে হবে। এছাড়া, তিন থেকে সাড়ে তিন লিটার জলের সঙ্গে বাসন মাজার তরল সাবান গুলে স্প্রে বোতলে ভরে নিন। এই মিশ্রণ বাড়ির নানা কোনা-ঘুপচি, ফাঁক-ফোকরে স্প্রে করুন। এতে তেঁতুল বিছে বাড়িতে ঢুকবে না।
advertisement
ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে ঘরের কোনায়-কোনায় স্প্রে করুন। দেখবেন বিছের বংশ ধ্বংস হয়ে গিয়েছে। গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, রসুন এবং জল দিয়ে পেষ্ট তৈরি করে নিন। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে ঘরের আনাচ-কানাচে ছড়িয়ে দিন। বিছে পালাবে।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2023 1:17 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Centipedes: বর্ষায় বাড়িতে বিছের উৎপাত? কীভাবে বিছে তাড়াবেন? রইল অব্যর্থ টিপস










