রাজস্থানের গ্রামে মিলল গুপ্তধনের খোঁজ, পরিস্থিতি সামাল দিতে এলাকায় জারি ১৪৪ ধারা

Last Updated:

পাথর খাদান থেকে পাওয়া গিয়েছে গপ্তধন ৷ বেশ কয়েকদিন ধরেই রাজস্থানের টনক জেলায় এমনই একটি খবর ছড়িয়ে পড়েছিল ৷

#জয়পুর: পাথর খাদান থেকে পাওয়া গিয়েছে গপ্তধন ৷ বেশ কয়েকদিন ধরেই রাজস্থানের টনক জেলায় এমনই একটি খবর ছড়িয়ে পড়েছিল ৷ তবে গত দু’মাস ধরে এই খবরটি গুজব বলে জানিয়েছিল পুলিশ ৷ কিন্তু তদন্তের পর সম্প্রতি পুলিশ জানিয়েছে গুপ্তধনের খবরটি আসলে সত্যি ৷
পুলিশ জানিয়েছে, জানকপুরী গ্রামের কাছে থেকে বেশ কয়েকটি প্রাচীন সোনার মুদ্রা তারা উদ্ধার করেছে ৷ এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই মানুষের হুড়োহুড়ি পড়ে যেতে পারে সোনার মুদ্রা পাওয়ার জন্য ৷ তাই আগে থেকেই কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা ৷
জানা গিয়েছে, গত দু’মাস ধরে গুপ্তধনের খবর ছড়ি পড়তেই মানুষ পাগলের মতো বিভিন্ন জায়গায় গুপ্তধনের খোঁজে মাটি খুড়তে শুরু করে দেয় ৷
advertisement
advertisement
খবর ছড়িয়ে পড়তে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তের পর সরকারি ভাবে পুলিশের তরফে জানানো হয়েছে যে খবরটি সত্যি ৷ এই মুদ্রাগুলি কোন সালের তা জানার জন্য Archaeological Survey of India-কে খবর দেওয়া হয়েছে ৷
এলাকার এক বাসিন্দা যিনি প্রথম ওই মুদ্রা খুঁজে পান জানিয়েছেন যে তিনি একটি কয়েন স্থানীয় এক স্বর্ণকারকে বিক্রিও করে দিয়েছেন ৷
advertisement
ইতিমধ্যেই এলাকার দু’জন বাসিন্দার কাছ থেকে দুটি স্বর্ণ মুদ্রা উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, সমস্ত কয়েন উদ্ধার করে তার সরকারের কাছে জমা দেওয়া হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
রাজস্থানের গ্রামে মিলল গুপ্তধনের খোঁজ, পরিস্থিতি সামাল দিতে এলাকায় জারি ১৪৪ ধারা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement