হোম /খবর /চাকরি ও শিক্ষা /
রিস্ক ম্যানেজার, আইটি ম্যানেজার পদে নিয়োগ ব্যাঙ্কে! কী ভাবে আবেদন করবেন?

Punjab and Sind Bank Recruitment 2021: রিস্ক ম্যানেজার, আইটি ম্যানেজার পদে নিয়োগ ব্যাঙ্কে! কী ভাবে আবেদন করবেন?

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Punjab and Sind Bank Recruitment 2021:প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে।

  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি পঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্কের (Punjab and Sind Bank) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে punjabandsindbank.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।

Punjab and Sind Bank Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়ীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে প্রচুর পদে নিয়োগ, আবেদনের শেষ দিন কাল!

Punjab and Sind Bank Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৪০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

Punjab and Sind Bank Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

রিস্ক ম্যানেজার: ১টি পদ

রিস্ক ম্যানেজার: ২টি পদ

আইটি ম্যানেজার: ১৩টি পদ

আইটি ম্যানেজার: ২৪টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: পঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক (Punjab and Sind Bank)

পদের নাম: রিস্ক ম্যানেজার, আইটি ম্যানেজার

শূন্যপদের সংখ্যা: ৪০

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ২৮.১১.২০২১

আরও পড়ুন : ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, জানুন

Punjab and Sind Bank Recruitment 2021: আবেদন ফী

তফসিলি জাতি ও উপজাতি ভুক্ত প্রার্থী, শারীরিক প্রতিবন্ধীদের জন্য আবেদন ফি ১৫০+ জিএসটি। নয়াদিল্লি এবং নয়াদিল্লির বাইরের প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭৭ টাকা। অন্য দিকে, অন্যান্য প্রার্থীদের জন্য ৮৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

আরও পড়ুন :  ব্যাঙ্কার হওয়ার স্বপ্ন দেখেন? ব্যাঙ্কিং সেক্টরে চাকরির সুবর্ণ সুযোগ, জেনে নিন

Punjab and Sind Bank Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে এই লিঙ্কটিতে ক্লিক করে দেখতে পারেন- https://punjabandsindbank.co.in/system/uploads/recruitment/2150_2021111816171798468.pdf

Punjab and Sind Bank Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের প্রথমে শর্টলিস্ট করে তার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। MMGS III এবং MMGS II পদে জন্য লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Job, Recruitment