পাক সংসদে পাশ হল হিন্দু ম্যারেজ বিল

Last Updated:

অবশেষে পাক সংসদে পাশ হল হিন্দু ম্যারেজবিল ৷ দীর্ঘদিন ধরে আটকে ছিল বিলটি ৷

#ইসলামাবাদ: অবশেষে পাক সংসদে পাশ হল হিন্দু ম্যারেজ বিল ৷ দীর্ঘদিন ধরে আটকে ছিল বিলটি ৷ শুক্রবার সর্বসম্মতভাবে পাস হয়ে গেল ‘দ্য হিন্দু ম্যারেজ বিল ২০১৭’। আগামী সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতি পাবে বিলটি বলে আশা করা হচ্ছে ৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ৷ এরপর থেকে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের জন্য আসতে চলেছে বিবাহের নতুন আইন ৷ এই প্রথম পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের জন্য কোনও আইন তৈরি করা হয়েছে ৷
বিলটি সাংসদে পেশ করা হলে সেটির বিরোধীতা করেনি কেউ ৷ অথার্ৎ সর্বসম্মতভাবে পাশ হয়েছে বিলটি ৷ আইনে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই বিয়ের বয়স ১৮ বছর। হিন্দুদের বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিয়ন্ত্রিত করবে এই আইন ৷ ২০১৫ সালে ২৫ সেপ্টেম্বর মাসে নিম্ন কক্ষে পাশ হয় বিলটি ৷
এর আগে পর্যন্ত পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের নিজেদের বিবাহ প্রমাণ করার জন্য সমস্যার মুখে পড়তে হত ৷ এবার থেকে হিন্দু মহিলাদেরও বিবাহের প্রমাণপত্র দেওয়া হবে যেখানে হিন্দু পণ্ডিতের স্বাক্ষর থাকবে ৷
advertisement
বাংলা খবর/ খবর/Uncategorized/
পাক সংসদে পাশ হল হিন্দু ম্যারেজ বিল
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement